নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন ধরেই অসুস্থ বর্ষীয়ান অভিনেতা নির্মলকুমার। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৬ বছর বয়সী এই অভিনেতা। ঠিক কী হয়েছে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামীর? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তাঁর মেয়ের সঙ্গে। 

 

তিনি বলেন, "বাবার পায়ে সেলুলাইটিস থেকে সংক্রমণ ছড়িয়েছিল। তার জন্যই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন অবস্থা খানিকটা স্থিতিশীল। আসলে এই বয়সে সাধারণত এই ধরনের সমস্যা দেখা দেয়। যদিও বাবার সুগারের সমস্যা নেই। তাই চিকিৎসক জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই। অনেকটা বয়স হয়ে গিয়েছে। তাই সারতে সময় লাগবে। তাই কবে হাসপাতাল থেকে বাবাকে ছাড়বেন, এখনই বলতে পারছেন না।"

 

অন্যদিকে, বয়সের ছাপ পড়েছে সাদা কালো পর্দার চারুলতার উপরেও। যদিও এখনও চুটিয়ে কাজ করছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন তিনি। এই মুহূর্তে দর্শক তাঁকে দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'রোশনাই'-এ। গল্পের নায়ক 'আরণ্যক'-এর 'ঠাম্মি'র চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।