প্লেব্যাক গানের জগৎ থেকে অরিজিৎ সিংয়ের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে স্তব্ধ হয়ে সঙ্গীত মহল। তাঁর এই সিদ্ধান্ত মানে বলিউড সঙ্গীতের এমন এক অধ্যায়ের ইতি, যা একটি গোটা প্রজন্মের আবেগকে সংজ্ঞা দিয়েছে। লক্ষ লক্ষ শ্রোতা তাঁর কণ্ঠকেই হিন্দি ছবির গানের আবেগের মূল ভরকেন্দ্র হিসাবে পেয়েছেন। তাঁদের কাছে এই খবর নিঃসন্দেহে হৃদয় বিদারক। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর গান ‘মাতৃভূমি’ই হতে চলেছে অরিজিতের শেষ বলিউড প্লেব্যাক গান।

‘মাতৃভূমি’ গানের কথা লিখেছেন সমীর অঞ্জন, সুর করেছেন হিমেশ রেশমিয়া। এই গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ ও শ্রেয়া ঘোষাল। ভারতীয় সঙ্গীতজগতের দুই অন্যতম জনপ্রিয় শিল্পী। গানটি নিয়ে কথা বলতে গিয়ে হিমেশ সম্প্রতি বলেন, “‘ব্যাটল অব গালওয়ান’-এর জন্য ‘মাতৃভূমি’ তৈরি করা আমার কাছে গভীরভাবে আবেগের ছিল। সেনাবাহিনীর ছন্দ আর তীব্রতা থেকেই এই গানের প্রাণ খুঁজে পেয়েছি। অরিজিৎ ও শ্রেয়ার সঙ্গে কাজ করা সব সময়ই বিশেষ। তার উপর সলমন খানের সঙ্গে আবার কাজ করা এবং সলমন খান ফিল্মস মিউজিক লেবেল থেকে গানটি মুক্তি পাওয়া, সব মিলিয়ে এই অভিজ্ঞতা স্মরণীয়।”

সামাজিক মাধ্যমে একটি পোস্টে অরিজিৎ স্পষ্ট করেন, প্লেব্যাক গান থেকে সরে গেলেও সঙ্গীত থেকে তিনি বিদায় নিচ্ছেন না। গায়ক জানান, নিজেকে আরও শেখার সুযোগ দিতে চান এবং ভবিষ্যতে স্বাধীনভাবে সঙ্গীত সৃষ্টিতে মন দিতে চান। পাশাপাশি তিনি জানান, আগে থেকে যে পেশাগত প্রতিশ্রুতিগুলি রয়েছে, সেগুলি তিনি পূরণ করবেন। সেই কারণে চলতি বছরে তাঁর গাওয়া কয়েকটি নতুন গান শ্রোতারা এখনও পেতে পারেন।

কেন এই সিদ্ধান্ত, তা নিয়েও খোলাখুলি কথা বলেছেন অরিজিৎ। একটি টুইটে তিনি লেখেন, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়, কিংবা কোনও একক ঘটনার ফলও নয়। তাঁর কথায়, ‘এর পিছনে একাধিক কারণ রয়েছে। অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। শেষ পর্যন্ত প্রয়োজনীয় সাহসটা জোগাড় করতে পেরেছি।’

নিজের সৃষ্টিশীল অস্থিরতার কথাও স্বীকার করেছেন গায়ক। তিনি লেখেন, ‘একটা কারণ খুব সহজ। আমি খুব তাড়াতাড়ি আগ্রহ হারিয়ে ফেলি। তাই গান গাওয়ার সময় বারবার তার অ্যারেঞ্জমেন্ট বদলাই, লাইভ পারফরম্যান্সে নতুনভাবে উপস্থাপন করি।’ এরপরই আসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্বীকারোক্তি। ‘সত্যি বলতে, আমি ক্লান্ত হয়ে পড়েছি। বাঁচতে হলে আমাকে অন্য ধরনের সঙ্গীত খুঁজে নিতে হবে।’

অরিজিতের এই সিদ্ধান্তে প্লেব্যাক দুনিয়ায় ঠিক কী প্রভাব পড়বে, তা ভবিষ্যৎই বলবে। তবে আপাতত এটুকু স্পষ্ট, একটি যুগের ইতি টানার সঙ্গেই, নতুন এক সঙ্গীতযাত্রার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, এক সময় সলমনের সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে পড়েছিলেন অরিজিৎ সিং। সেই তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছিল যে গুঞ্জন রটেছিল, সলমনের কোনও ছবিতেই আর জায়গা পাবেন না অরিজিৎ। দীর্ঘদিন সেই দূরত্ব নিয়েই চলেছিল জল্পনা। তবে সময়ের সঙ্গে গলে যায় অভিমানের বরফ। পুরনো সব ভুল বোঝাবুঝি পেরিয়ে আবার সলমনের ছবিতে কণ্ঠ দেন অরিজিৎ। আশ্চর্যের বিষয়, তাঁর প্লেব্যাক কেরিয়ারের শেষ গানটিও হতে পারে সলমনেরই ছবির।