সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত কমেডি ছবি 'হাউজফুল ৫' মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাৎ করল। “হাউজফুল মানেই হিট” — আর সেটাই আরও একবার প্রমাণ করে দিলেন অক্ষয় কুমার! প্রথম দিনের বক্স অফিসে রেকর্ড গড়ে দিল হাউজফুল ৫, যেখানে একদিনেই রোজগার করেছে ২৪.৩৫ কোটি টাকা! হ্যাঁ, ঠিকই শুনছেন—এটাই এখন পর্যন্ত এই কমেডি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় ওপেনিং ডে কালেকশন!

২০১০ সালে প্রথম ‘হাউজফুল’ মুক্তির পর থেকেই এই সিরিজ পরিচিত তার এলাহি কাস্ট, দুর্দান্ত কমিক টাইমিং আর ফুল অন মশলার জন্য। আর এবার তার পঞ্চম কিস্তিতে যেন সব রেকর্ডই ছাপিয়ে গেল।

আগের ছবিগুলোর ওপেনিং:

হাউজফুল  (২০১০) – ১০ কোটি টাকা 

হাউজফুল ২ (২০১২) – ১৪ কোটি টাকা 

হাউজফুল ৩ (২০১৬) – ১৫.২১ কোটি টাকা 

হাউজফুল ৪ (২০১৯) – ১৬.৫০ কোটি টাকা 

আর এখন হাউজফুল ৫ (২০২৫) – ২৪.৩৫ কোটি টাকা!


ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন তরুণ মনসুখানি এবং প্রযোজনা সামলেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও এনজিই। 

এই ছবিতে রয়েছে এক বিশাল তারকা বাহিনী—অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, জ্যাকলিন ফার্নান্দেজ, চিত্রাঙ্গদা সিং, ফেরদীন খান, ডিনো মোরিয়া এবং আরও অনেকে।পুরনো কমেডি ফ্লেভার বজায় রেখেই এই কিস্তি নিয়ে এসেছে নতুন টুইস্ট, ক্যারেক্টার কনফিউশন আর পুরোপুরি ম্যাডনেস—যার জন্য হাউজফুল এতটা জনপ্রিয়। এই,মূহুর্তে মেট্রো হোক বা সিঙ্গল স্ক্রিন—সব জায়গাতেই ‘হাউজফুল ৫’-এর আসন যেন হাসির রোলার কোস্টার!

প্রথম দিনের অঙ্কই বলে দিচ্ছে, সপ্তাহান্তে ছবির কালেকশন আরও বাড়বে। আক্কির স্টার পাওয়ার আর নস্ট্যালজিয়ার মিশেলেই হাউসফুল ফ্র্যাঞ্চাইজি ফিরে এল তার সেরা ফর্মে। এই গতি যদি বজায় থাকে, তাহলে উইকেন্ডে ‘হাউজফুল ৫’ ১০০ কোটির দৌড়ে নাম লেখাতেই পারে! আর বলিউডের জন্যও হতে পারে এটাই বছরের অন্যতম বড় কমার্শিয়াল হিট!