'কুসুম' ধারাবাহিকের গল্প জমে উঠেছে। সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে ঈশান এবং দেবলীনার বিয়ে আটকে দিয়েছে আয়ুষ্মান এবং কুসুম। দেবলীনার আসল রূপ সকলের সামনে ফাঁস করে দিয়েছে তারা। শুধু তাই নয়, দেবলীনাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে বসেই ফন্দি আঁটে গাঙ্গুলি পরিবারকে শায়েস্তা করার।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে সম্প্রতি 'কুসুম' ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখানো হয়েছে জেলে বসে দেবলীনা জানাচ্ছে তার তুরুপের তাস রেডি। অন্যদিকে গাঙ্গুলি বাড়িতে এমন এক ঝড় কাটিয়ে সকলে আনন্দে মেতে উঠেছে। পুজো দিয়ে সকলের মাথায় ঠাকুরের টিপ পরিয়ে দেয় ইন্দ্রানী। কিন্তু যেন কিছুতেই শান্ত হতে পারে না কুসুমের মন। তার মন কু গাইতে থাকে। আর ঠিক তখনই নিভে যায় ঠাকুরের সামনে জ্বলতে থাকা প্রদীপ।
এরপরই দেখা যায় ইন্দ্রানী যখন বেরোতে যাচ্ছে তখনই এক ব্যক্তি এসে তাকে প্রণাম করতে যায়। আর সেই ছলনা করে বন্দুক বের করে সোজা তাক করে ইন্দ্রানীর দিকে। কুসুম ছুটে এলে আততায়ী জানায় যে এগোবে তাকেই মেরে দেবে। নতুন বছরে গাঙ্গুলি পরিবারে কি তবে ঝড় উঠবে? দেবলীনার প্ল্যানে কে মারা যাবে ইন্দ্রানী নাকি কুসুম? শেষ পর্যন্ত কী ঘটে সেটাই এখন দেখার।
এই প্রোমো প্রকাশ্যে আসার পর আগ্রহ প্রকাশ করেছে দর্শকরা। কেউ জানিয়েছেন যে আয়ুষ আততায়ীকে ধরে নেবে, আর কুসুম ইন্দ্রানীকে বাঁচাবে। যদিও শেষ পর্যন্ত কী হয় সেটা আগামীতে বোঝা যাবে। কেউ আবার লিখেছেন, 'দারুণ প্রোমো, এবার কুসুম কী করে সেটাই দেখার।' আরেক নেটিজেন লেখেন, 'দেবলীনা জেলে বসে কী করে এসব করছে?'
সম্প্রতি 'কুসুম' ধারাবাহিকে দেখানো হয়েছে, ঈশানের সঙ্গে দেবলীনার বিয়ে ঠিক হয়। কিন্তু কুসুম বুঝতে পারে সম্পত্তির জন্যই সে এই বিয়ে করছে। এমনকী কুসুমকে কিডন্যাপ করিয়ে দেয় দেবলীনা। শেষ পর্যন্ত ইন্দ্রানীর সামনে সব ফাঁস করে দেয় এবং ঈশানকে বিপদের হাত থেকে বাঁচায় আয়ুষ্মান এবং কুসুম।
'কুসুম' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়। এখানে প্রথমবারের জন্য মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে তনিষ্কা তিওয়ারিকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অঞ্জনা বসু, সিদ্ধার্থ রায়, প্রমুখ। এটি রোজ বিকেল সাড়ে পাঁচটা থেকে দেখা যায়। আর এই বিশেষ পর্বটি ৩ জানুয়ারি সম্প্রচারিত হবে।
