নিজস্ব সংবাদদাতা: জি বাংলার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক 'কী করে বলব তোমায়'-এর মাধ্যমে ছোটপর্দায় পা রাখেন ক্রুশল আহুজা। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁদের জুটি দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছিল। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শক মহলে প্রিয় মুখ হয়ে উঠেছিলেন ক্রুশল। 

 


ওই ধারাবাহিক শেষ হতেই শুরু হয় তাঁর প্রথম হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মঞ্ঝা’। সুশান্ত দাসের প্রযোজনায় সাফল্য পায় এই মেগা। ২০২৩ সালে আসে তাঁর দ্বিতীয় হিন্দি ধারাবাহিক ‘ঝনক’। যা বিপুল জনপ্রিয়তা পায় দর্শকের কাছে।‌ এখনও চলছে এই মেগা। তবে এখন ধারাবাহিকে এসেছে বড় লিপ। এখন আর ক্রুশলের চরিত্রটিকে দেখা যাবে না গল্পে। কিন্তু হিন্দি মেগার জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। তাই পুরনো চরিত্রকে বিদায় দিয়ে নতুন মেগা শুরু করছেন অভিনেতা।

 


হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় কার্যকরী পরিচালক পালকি মলহোত্রর প্রথম ধারাবাহিকের নায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে তাঁকে। ‘দিল মিল গ্যয়া’, ‘দিল দোস্তি ডান্স’, ‘অ্যায়সি দিওয়ানগি দেখি নহি কহি’— একাধিক জনপ্রিয় ধারাবাহিকের কার্যকরী পরিচালক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পালকি। এবার তিনি নতুন ভূমিকায়, ধারাবাহিকের প্রযোজনায়। জানা যাচ্ছে, কালার্স টিভিতে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। তবে ক্রুশলের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।