সংবাদ সংস্থা মুম্বই: ১৫ বছর আগে ঠিক আজকের দিনে শুরু হয়েছিল তুমুল এক হইহই কাণ্ড! ২০১০-এর ৩০ এপ্রিল মুক্তি পেয়েছিল সাজিদ নাডিয়াডওয়ালার ‘হাউসফুল’। আর সেই কথা মাথায় রেখেই এদিন প্রকাশ্যে এল এইমুহূর্তে বলিউডের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব— ‘হাউসফুল ৫’-এর প্রথম ঝলক! তবে এবার ছবির পরতে পরতে শুধু কাকতালীয় কাণ্ড নয়… সঙ্গে আছে ‘কিলার কমেডি’র ছোঁয়াও!
এক মিনিটের টিজারে চমকে দিল তারকাবহুল কাস্টের ঝলকে— অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফারদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপড়ে, ডিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকেতিন ধীর ও আকাশদীপ সাবির। তবে এই ঝলকের চমক রয়েছে অন্য একটি ব্যাপারেও। এক রহস্যময় মুখোশধারী 'হত্যাকারী', যাঁর আগমনে বদলে যেতে চলেছে হাউসফুল-এর চেনা ছন্দ।
ইনস্টাগ্রামে প্রযোজক সংস্থা নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন লিখেছে:
 
 "১৫ বছর আগে শুরু হয়েছিল যে পাগলামো... এ বার ফিরছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি! তবে এবার শুধু হাসির তাণ্ডব নয়, সঙ্গে রয়েছে ‘কিলার’ কমেডি! দেখে নিন #হাউজফুল ৫-এর টিজার!"
সিনেমাপ্রেমীরা ইতিমধ্যেই উত্তেজনায় কাঁপছে। সমাজমাধ্যমে এই ঝলকের ভিডিওর বার্তা বাক্সে কেউ লিখেছেন, “১০০০ কোটির ঘন্টার শুরু!”
 
 আরেকজনের মন্তব্য, “মুখোশটা একেবারে স্কুইড গেম-এর ফ্রন্ট ম্যানের মতো তো! বেশ ইন্টারেস্টিং।” অন্যজন লিখেছেন, “অনেক দিন পর হাউসফুল-এর টিজার দেখে ভাল লাগল— মডার্ন মার্ডার মিস্ট্রি ফিলিং আছে।”আবার কারওর মতে, “ফের ফিরে এসেছেন কমেডির রাজা অক্ষয় কুমার— এবং কী দারুণ স্টাইলেই না ফিরেছেন!”
এ ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন ‘দোস্তানা’-খ্যাত নির্দেশক তরুণ মনসুখানি। আগামী ৬ জুন ২০২৫-এ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘হাউসফুল ৫’, প্রযোজনায় সাজিদ নাডিয়াডওয়ালা। উল্লেখ্য, অক্ষয়-রীতেশের সঙ্গে ফের এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অভিষেক বচ্চন!
