সংবাদ সংস্থা মুম্বই: নতুন বছর শুরু হতেই রিয়্যালিটি শো প্রেমীরা অপেক্ষায় ছিলেন টেলিভিশনের দুই বিগ বাজেট শো-এর জন্য—‘খতরো কে খিলাড়ি ১৫’ এবং ‘বিগ বস ওটিটি ৪’। কিন্তু বছরের শুরুতেই এল এমন এক খবর, যা রিয়্যালিটি শো-প্রেমীদের মনে চিন্তার মেঘ জমিয়ে দিয়েছে ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল একটি টুইটে দাবি করা হয়েছে, “বাণীজে এশিয়া (এন্ডেমল শাইন) হঠাৎ করেই ‘খতরো কে খিলাড়ি’ থেকে সরে দাঁড়িয়েছে, আর এখন ‘বিগ বস’ও অনিশ্চয়তার মুখে।” এই দাবি করেছে জনপ্রিয় টিভি ইনসাইডার অ্যাকাউন্ট বিগ বস টক (Bigg Boss Tak) -এর তরফে এবং ইতিমধ্যেই তা ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। কারণ, বাণীজে এশিয়া বিগত বেশ কয়েক বছর ধরে ‘খতরো কে খিলাড়ি’ ও ‘বিগ বস’-এর মতো শো-য়ের প্রধান প্রযোজক সংস্থা হিসেবে কাজ করে এসেছে। আচমকা তাদের তরফে এহেন পদক্ষেপ গোটা ইন্ডাস্ট্রির জন্যই অ্যালার্মিং সিগন্যাল হিসাবে গণ্য হতে পারে।
সূত্রের খবর, ‘খতরো কে খিলাড়ি ১৫’-এর শ্যুটিং শুরুর কথা ছিল ২০২৫ সালের মে-র শেষে, আর সে শো-এর প্রথম পর্ব সম্প্রচারের সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল ২৭ জুলাই। অন্যদিকে ‘বিগ বস ১৯’ সবসময়েই অক্টোবর নাগাদ শুরু হয়, কিন্তু এবার সেই শিডিউলও নাকি আপাতত বিশ বাওঁ জলে। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে—বাণীজে এশিয়া যদি সত্যিই এই দুই প্রজেক্ট থেকে সরে যায়, তাহলে এই দুটি জনপ্রিয় শো হয়তো নতুন কোনও চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে সরে যেতে পারে।
যদিও ‘বিগ বস’-এর শুরুতে এখনও কয়েক মাস সময় বাকি, আপাতত দর্শকদের সমস্ত নজর ‘খতরো কে খিলাড়ি ১৫’-এর দিকেই। স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত ভরসা একটাই—অপেক্ষা।
