সংবাদসংস্থা মুম্বই: জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি কানাডার এক শহরে ক্যাফে তৈরি করেছেন। তাঁর স্ত্রী গিনিও এই ক্যাফের সঙ্গে যুক্ত। ক্যাফের নাম 'ক্যাপস ক্যাফে'। এই খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন কপিল ও গিনি। খুশির ঢেউ উঠেছিল তাঁদের অনুরাগী মহলে। তবে এবার এই ক্যাফে ঘিরে এল আতঙ্কের খবর।
 
 সম্প্রতি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একাধিক রাউন্ড গুলি চালিয়েছে। ঘটনার সময় ক্যাফেটি বন্ধ ছিল, ফলে কোনও প্রাণহানির খবর নেই। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, স্থানীয় সময় রাত প্রায় একটা নাগাদ কয়েকজন হামলাকারী ক্যাফের সামনে এসে পরপর গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে। বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছিল সমাজমাধ্যমে।
আরও পড়ুন: শুধু সইফ নয়, করিনার উপরেও হয়েছিল ভয়ঙ্কর হামলা! চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে কী বললেন রণিত রায়?
 
 বর্তমানে তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসন জনগণকে শান্ত ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। এই ঘটনার পর কপিল শর্মার টিম জানিয়েছে যে, ক্যাফেটি সম্প্রতি চালু হয়েছে এবং এটি কপিল শর্মার একটি স্বপ্নের প্রকল্প। কপিল বর্তমানে কানাডায় নেই, তবে তিনি এই খবর শুনে বেশ মর্মাহত। কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন কপিল। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' দর্শকদের নজর কেড়েছে। কমেডি শোয়ের পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন কপিল। সিনেদুনিয়ায় জনপ্রিয়তা অর্জনের পর পরই ভিনদেশে ক্যাফে খুলেছেন কপিল। কমেডি তারকার ক্যাফে ঘিরে উন্মাদনাও চোখে পড়েছে। এর মধ্যেই দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। 

এদিকে এই হামলার পর কানাডার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই সরাসরি হুমকি পেলেন কপিল। কারণ, এই ঘটনার সঙ্গে খলিস্তানি জঙ্গি দলের যোগসূত্র আছে। কানাডায় তাঁর ক্যাফেতে গুলি চালানোর পর এবার কপিল শর্মার ওপর জঙ্গি হামলার হুমকি খলিস্তানিদের। কপিলকে এই হামলার হুমকি দিল খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস। জঙ্গি পান্নুনের এই সংগঠন একটি ভিডিয়ো প্রকাশ করে বলেছে, কপিল শর্মা কানাডায় বিনিয়োগ করে প্রধানমন্ত্রী মোদীর হিন্দুত্ববাদী আদর্শ পরিচালনা করছেন।
 
 পান্নুনের আরও বক্তব্য, কানাডায় ব্যবসার আড়ালে হিন্দুত্ববাদের হিংসাত্মক মতাদর্শ বিকশিত হতে দেবে না সে। এই ভিডিয়োতে এসজেএফ প্রধান পান্নুনও কপিল শর্মাকে নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তোপ দেগেছেন। তিনি বলেন, "কপিল শর্মা মেরা ভারত মহানের স্লোগান দিচ্ছেন। এছাড়া তিনি প্রকাশ্যে মোদীর হিন্দুত্বের প্রচার করেন। কিন্তু মোদীর ভারতে বিনিয়োগের পরিবর্তে কানাডায় বিনিয়োগ করছেন। কানাডা তোমার ব্যবসার জায়গা নয়। তোমার রক্তমাখা টাকা নিয়ে হিন্দুস্তানে ফেরত চলে যাও। ব্যবসার আড়ালে সহিংস হিন্দুত্ববাদী মতাদর্শকে কানাডার মাটিতে জায়গা দেব না।"
 
 প্রসঙ্গত, এ বিষয়ে কপিল শর্মা বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে ক্যাপস ক্যাফের তরফে একটি সংবেদনশীল বার্তা এসেছে। সেখানে বলা হয়েছে, "আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও আনন্দ দেওয়ার আশায় এই ক্যাফে খুলেছিলাম। আমাদের স্বপ্ন ছিল, মানুষের ভালবাসা পাওয়ার। তবে আমাদের স্বপ্নের সঙ্গে এই ঘটনাটা হওয়া হৃদয়বিদারক। আমরা এই ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করছি, হাল ছাড়ছি না।"
আরও বলা হয়, "আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের বিশ্বাস আমাদের উপর রাখুন। যাতে ভবিষ্যতে এই দুঃসময় আমরা কাটিয়ে উঠতে পারি।"
