সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, এক মহিলা তাঁর প্রাক্তন সহপাঠীকে প্রকাশ্যে বিদ্রূপ করছেন কারণ তিনি বর্তমানে পিৎজা ডেলিভারি কর্মী হিসেবে কাজ করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং নেটদুনিয়ায় শুরু হয় প্রবল সমালোচনার ঝড়। বিষয়টি নজরে আসে পাঠান ছবি খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ-এরও। এরপরেই সরাসরি এগিয়ে এসে ওই ডেলিভারি কর্মীর পাশে দাঁড়ান তিনি।

 

এক্স -এ ভিডিওটির প্রতিক্রিয়ায় সিদ্ধার্থ আনন্দ স্পষ্ট ভাষায় শ্রমের মর্যাদার পক্ষে কথা বলেন। তিনি লেখেন, “ওই ছেলেটি-ই আসল নায়ক। আপনি যেই হন না কেন, আপনি সত্যিই একজন নায়ক। আপনি পরিশ্রম করছেন, সৎভাবে কাজ করছেন, নিজের রোজগারে বেঁচে আছেন, কারও ওপর বোঝা নন। কোনও কাজই ছোট বা বড় নয়। আপনি প্রকৃত নায়ক। আমার শ্রদ্ধা রইল।” সিদ্ধার্থের এই মন্তব্য দ্রুতই প্রশংসা কুড়োয়। বহু নেটিজেন তাঁর অবস্থানকে সাধুবাদ জানান এবং সমাজে গেঁথে থাকা শ্রেণিভিত্তিক মানসিকতার বিরুদ্ধে এমন স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন।

 

ওই ভাইরাল ভিডিওতে ঠিক কী দেখা যাচ্ছে?

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক মহিলা নিজের ফোনে ভিডিও করতে করতে তাঁর এক বন্ধুকে বিদ্রূপ করছেন। তিনি বলেন, একসময় এই ছেলেটিই নাকি তাঁদের পড়াশোনায় উৎসাহ দিত, আর আজ ৩০ বছর বয়সে এসে সে ডোমিনোজ পিৎজা সংস্থায় ডেলিভারি কর্মীহিসেবে কাজ করছে। এখানেই থেমে না থেকে তিনি আরও কটাক্ষ করেন, এই পেশায় কাজ করে তাঁর কেমন লাগে, এই কাজের ফলে মেয়েদের কাছ থেকে কোনও ‘অ্যাটেনশন’ পান কি না - এমন প্রশ্নও ছুড়ে দেন!

 

পুরনো বান্ধবীর থেকে এহেন তীব্র অপমান সত্ত্বেও ছেলেটিকে পুরো ভিডিও জুড়েই শান্ত থাকতে দেখা যায়। তিনি হাসিমুখে দাঁড়িয়ে থাকেন, এমনকি মহিলা যখন ভিডিওটি অন্যদের দেখানোর হুমকি দেন, তখনও তিনি হাত জোড় করে নীরব থাকেন। তাঁর এই সংযম ও আত্মমর্যাদা বহু দর্শকের মন ছুঁয়ে গেছে।


ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা একযোগে ওই মহিলার আচরণের তীব্র নিন্দা করেন। একজন লেখেন, বহু বছর পর পুরনো সহপাঠীর সঙ্গে দেখা মানে হওয়া উচিত সৌহার্দ্য আর সম্মানের -অপমান নয়। আরেকজনের মতে, ভিডিওটির আসল ফারাকটা ধরা পড়ে দায়িত্ববোধ আর ঔদ্ধত্যের মধ্যে -একজন পরিবার চালাতে সৎভাবে খাটছেন, আর অন্যজন সেই পরিশ্রমকে তুচ্ছ করছেন। অনেকেই মন্তব্য করেন, কাজের ধরন যাই হোক না কেন, সৎ রোজগার সর্বদাই সম্মানের যোগ্য। ভিডিওটিতে যে শ্রেণিগত অহংকার ফুটে উঠেছে, তার বিরুদ্ধেই সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ পেয়েছে।

">

কাজের দিক থেকে বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এই মুহূর্তে শুটিং করছেন তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর। ছবিটিতে থাকছেন শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং সুহানা খান-সহ একঝাঁক তারকা। চলতি বছরের ক্রিসমাস উইকএন্ডে ছবিটি মুক্তি পাওয়ার কথা।