কবে মুক্তি পাবে ইমতিয়াজের নয়া ছবি?
আগামী ছবির মুক্তির দিন চূড়ান্ত করলেন ইমতিয়াজ আলি। এখনও নাম না জানা তাঁর এই ছবিটি মুক্তি পাবে আগামী ১২ জুন। অভিনয়ে থাকছেন দিলজিৎ দোসাঞ্জ, ভেদাং রায়না, শর্বরী এবং নাসিরুদ্দিন শাহ -একেবারে নতুন কাস্ট কম্বিনেশন।অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট ও উইন্ডো সিট ফিল্মস প্রযোজিত ছবিটি বর্তমানে রয়েছে পোস্ট-প্রোডাকশন পর্যায়ে।
ইমতিয়াজ আলির লেখা ও পরিচালনায় তৈরি এই ছবিকে বর্ণনা করা হচ্ছে ভালবাসা, বিচ্ছেদ, আকুলতা ও মানব সম্পর্কের সূক্ষ্ম জটিলতা ঘিরে গড়ে ওঠা এক আবেগঘন গল্প হিসেবে যে বিষয়ে পরিচালক নিজেই এক আলাদা ঘরানা তৈরি করেছেন। মুম্বই ও পাঞ্জাব জুড়ে শুট হওয়া এই ছবিতে শহুরে জীবন আর শিকড়ের সংস্কৃতি দু’য়ের মেলবন্ধন থাকবে বলেই ইঙ্গিত। ব্যক্তিগত যাত্রা ও আবেগঘন লোকেশনের সংযোগ ইমতিয়াজ আলির গল্প বলার যে চেনা ছক, তারই আধুনিক রূপ দেখা যাবে এখানে। নতুন মুখ, শক্তিশালী থিম এবং ২০২৬-এর গরমে রিলিজ উইন্ডো...সব মিলিয়ে ইমতিয়াজ আলির এই ছবি ইতিমধ্যেই বড় পর্দার অন্যতম প্রতীক্ষিত রোম্যান্টিক ড্রামা হয়ে উঠছে।
সাইনার পরিণীতি-কথা
ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক সাইনা-তে নামভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন পরিণীতি চোপড়া। তবে ছবির মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ইনস্টাগ্রামে সাইনাকে ফলো করলেও, পরিণীতি কেন তাঁকে ফলো ব্যাক করেন না?এই নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন সাইনা নেহওয়াল। আর সেই উত্তরেই পরিষ্কার হয়ে গেল, এ নিয়ে তাঁর কোনও অভিযোগ বা আক্ষেপ নেই।
সাইনার কথায়, “সত্যি বলতে গেলে আমি এটা কখনও খেয়ালই করিনি। ট্রেনিং, টুর্নামেন্ট, ইভেন্ট -এই সবকিছু নিয়ে জীবন এতটাই ব্যস্ত ছিল যে এসব বিষয়ে ভাবার সময়ই পাইনি।”তিনি আরও বলেন, পরিণীতির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল একেবারেই পেশাদার স্তরে সীমাবদ্ধ। “যতটুকু কথা হয়েছে, সবটাই কাজের জন্য। এমনটা নয় যে আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম। কয়েকটা সেশনে আমি ওকে পেশাদারভাবে বলেছিলাম আমার জীবনটা কেমন ছিল, আমি কী কী করেছি। কোথাও তো এমন হয়নি যে বন্ধুত্ব তৈরি হয়েছে।” সাইনার স্পষ্ট বক্তব্য -একসঙ্গে কাজ করলেই বন্ধুত্ব গড়ে উঠবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। সাইনা ছবির ক্ষেত্রে পরিণীতির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল শুধুই চরিত্র বোঝানো ও কাজের প্রয়োজনে।
নেটফ্লিক্স-এ ধুরন্ধর?
বহু প্রতীক্ষার পর এবার ওটিটি মুক্তির পথে ধুরন্ধর। রিপোর্ট অনুযায়ী, ছবিটি ৩০ জানুয়ারি ২০২৬, রাত ১২টা নাগাদ নেটফ্লিক্স-এ স্ট্রিম হতে পারে। তবে এখনও পর্যন্ত নেটফ্লিক্সের “কামিং সুন” সেকশনে ছবিটির নাম না থাকায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা ও কৌতূহল।প্রিমিয়ারের সম্ভাব্য সময় ঘনিয়ে এলেও কোনও অফিশিয়াল ঘোষণা না থাকায় জল্পনা আরও বেড়েছে। ফলে ভক্তরা চোখ রেখেছেন নেটফ্লিক্স অ্যাপ ও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির দিকে -কবে আসবে সবুজ সংকেত? বিশেষ করে ওটিটি ভার্সনে অতিরিক্ত বা আনসেন্সর্ড দৃশ্য থাকছে কি না, তা নিয়েও আগ্রহ তুঙ্গে। ঠিক এই অনিশ্চয়তাই ধুরন্ধর-এর ডিজিটাল ড্রপকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। সব প্রশ্নের উত্তর মিলবে কি আজ মধ্যরাতে না কি আরও একটু অপেক্ষা?
