শাহরুখ খানের সঙ্গে ফের একবার কাজ করতে চলেছেন পরিচালক অ্যাটলি? নিজের সেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবার কোনওরকম ভণিতা না করেই মুখ খুললেন অ্যাটলি। ‘জওয়ান’ ছবির সুবাদে এখনও পর্যন্ত স্রেফ একবার মাত্র ‘কিং খান’-এর সঙ্গে কাজ করলেও, সেই ছবির বিপুল সাফল্যের পর থেকেই দর্শকমহলে জল্পনা শুরু হয়েছিল -তবে কি এবার আসবে ‘জওয়ান ২’? কিন্তু সেই প্রত্যাশায় আপাতত জল ঢাললেন খোদ পরিচালকই।

সম্প্রতি এক কথোপকথনে অ্যাটলি জানান, ‘জওয়ান ২’ এখনই হচ্ছে না। পরে অবশ্য দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, “আমি আর শাহরুখ স্যর নিশ্চয়ই আবার কোনও না কোনও ছবিতে অবশ্যই একসঙ্গে কাজ করব। তবে ‘জওয়ান ২’ এখনই নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, হয়তো আরও কিছু বছর পরে হবে ‘জওয়ান ২’! এটা আমার আর শাহরুখ স্যারের আগামী প্রজেক্ট কিন্তু নয়। তবে হ্যাঁ, যখন সব কিছু স্বাভাবিক ছন্দে আসবে, তখন আমরা অবশ্যই কিছু একটা ভাবব।”

শাহরুখ খানের সঙ্গে আবার কাজ করার আগ্রহ লুকোননি অ্যাটলি। তিনি জানান, 'কিং খান' নিজেও ভবিষ্যতে একসঙ্গে কিছু করার কথা বলেছেন, তবে তা যে জওয়ান ছবির সিক্যুয়েলই হতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। পরিচালক আরও বলেন, “এর মানে এই নয় যে ‘জওয়ান ২’ পুরোপুরি বাতিল। ছবিটি আপাতত পিছিয়ে গেলেও, ভবিষ্যতে সেই ছবি তৈরির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া হচ্ছে নাহ!”
এই প্রসঙ্গেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা আরেকটি গুজব নিয়েও মুখ খোলেন অ্যাটলি। শোনা যাচ্ছিল, শাহরুখ খান নাকি তাঁকে দিয়ে ‘ডন ৩’ পরিচালনা করাতে চান। বিষয়টি সরাসরি নাকচ করে দিয়ে অ্যাটলির সাফ বক্তব্য, “ওহ হো! এটা স্রেফ গুজব। আমিও পড়েছি খবরে। না না, এরকম কিছুই নয়।”
কাজের দিক থেকে এই মুহূর্তে অ্যাটলি ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘এএ২২xএ৬’ (AA22xA6) নিয়ে, যেখানে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে অন্য কোনও প্রকল্প নিয়ে মুখ খুলতে চাননি তিনি। অন্যদিকে শাহরুখ খান প্রস্তুতি নিচ্ছেন তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর জন্য। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২৪ ডিসেম্বর, ২০২৬-এ। এই ছবিতেও থাকছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন-সহ একাধিক তারকা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপ শেয়ার করে ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে।
