কে বলেছে ‘ভাইজান’ শুধুই বলিউডের? প্রয়োজনে তিনি টলিউডের পাশে দাঁড়াতেও পিছপা হন না।
এ বছরের ইদে অঙ্কুশ হাজরার প্রথম প্রযোজনা মুক্তি পেয়েছে। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের দাবি, অঙ্কুশের পাশে শুধুই টলিউড নয়, বলিউডও রয়েছে। সলমন খান খোদ নতুন প্রযোজকের জন্য ইদমুক্তি ছেড়ে দিয়েছেন! আগামী বছর আবার তিনি ইদে দেখা দেবেন। কৌশিকের কথা শেষ হওয়ার আগেই দক্ষিণ কলকাতার প্রেক্ষাগৃহে হাসির বন্যা। উপস্থিত দেব অধিকারীকে জড়িয়ে ধরে হেসে ফেলেছেন অঙ্কুশ স্বয়ং। নিজের রসিকতা নিজে উপভোগ করেছেন কৌশিকও।
ছবিতে পরিচালক-অভিনেতা অন্ধকার দুনিয়ার ‘সুলতান’। কেবল বসে বসে যেভাবে অ্যাকশন করেছেন, অনবদ্য। নামে সুলতান। কাজেও অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা। বিশেষ করে তাঁর বলা সংলাপ, ‘‘আবার যদি আমার মাল কোথাও আটকায়, তা হলে তোর ঘরের মাল আমার বিছানায় থাকবে’’ কান গরম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। কৌশিক চাউনি বদলেছেন। গলার স্বরও। সাজে পরিবর্তন। চলনেবলনেও। তিনি এই হারে যদি নিজেকে ভাঙতে থাকেন তা হলে তাবড় তারকা অভিনেতাদের রাতের ঘুম সত্যিই নষ্ট হবে। ট্রেলার দেখার পরে একথা সমালোচকেরা বলছেন।
এই কথা শোনা গিয়েছে প্রবীণ পরিচালক হরনাথ চক্রবর্তীর মুখেও। তিনি প্রিমিয়ারের আগেই ছবিটি দেখেছেন। অনুষ্ঠানে এসে বলেছেন, ‘‘ছবির সম্পদ কৌশিক গঙ্গোপাধ্যায়। ওঁর অভিনয় নিয়ে কিছু বলার নেই। চরিত্রের খাতিরে নিজেকে বদলেছেন, সেটাও দেখার মতো। কৌশিক এবার কমার্শিয়াল ছবিরও ঈর্ষণীয় অভিনেতা।’’ সুরে সুর মিলিয়ে নতুন প্রযোজকও। তাঁর বক্তব্য, ‘‘শিকারপুর’ দিয়ে কৌশিকদার সঙ্গে আমার যাত্রা শুরু। একাধিক কাজ করেছি আমরা। যত দিন যাচ্ছে ততই ওঁর প্রেমে পড়ে যাচ্ছি। এই ছবিতে ওঁকে শুধু মুগ্ধ হয়ে দেখবেন দর্শক, আমি জানি।’’
নিজের কাজ নিয়ে কী বলছেন কৌশিক? অভিনেতা বিনয়ের সঙ্গে জানিয়েছেন, ‘‘এটা প্রিমিয়ার। সবার আমন্ত্রণ। তাই সবাই এসে ভাল কথা বলবেন। খুব ইচ্ছে, অন্য আর একদিন দর্শকদের সঙ্গে বসে ছবিটা দেখার। তা হলে বুঝব, দর্শকের কেমন লাগল। আমার তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি। বাকিটা দর্শকদের হাতে ছেড়ে দিলাম।’’
কেক কাটার ছবি: আবির রিঙ্কু হালদার
এ বছরের ইদে অঙ্কুশ হাজরার প্রথম প্রযোজনা মুক্তি পেয়েছে। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের দাবি, অঙ্কুশের পাশে শুধুই টলিউড নয়, বলিউডও রয়েছে। সলমন খান খোদ নতুন প্রযোজকের জন্য ইদমুক্তি ছেড়ে দিয়েছেন! আগামী বছর আবার তিনি ইদে দেখা দেবেন। কৌশিকের কথা শেষ হওয়ার আগেই দক্ষিণ কলকাতার প্রেক্ষাগৃহে হাসির বন্যা। উপস্থিত দেব অধিকারীকে জড়িয়ে ধরে হেসে ফেলেছেন অঙ্কুশ স্বয়ং। নিজের রসিকতা নিজে উপভোগ করেছেন কৌশিকও।
ছবিতে পরিচালক-অভিনেতা অন্ধকার দুনিয়ার ‘সুলতান’। কেবল বসে বসে যেভাবে অ্যাকশন করেছেন, অনবদ্য। নামে সুলতান। কাজেও অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা। বিশেষ করে তাঁর বলা সংলাপ, ‘‘আবার যদি আমার মাল কোথাও আটকায়, তা হলে তোর ঘরের মাল আমার বিছানায় থাকবে’’ কান গরম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। কৌশিক চাউনি বদলেছেন। গলার স্বরও। সাজে পরিবর্তন। চলনেবলনেও। তিনি এই হারে যদি নিজেকে ভাঙতে থাকেন তা হলে তাবড় তারকা অভিনেতাদের রাতের ঘুম সত্যিই নষ্ট হবে। ট্রেলার দেখার পরে একথা সমালোচকেরা বলছেন।
এই কথা শোনা গিয়েছে প্রবীণ পরিচালক হরনাথ চক্রবর্তীর মুখেও। তিনি প্রিমিয়ারের আগেই ছবিটি দেখেছেন। অনুষ্ঠানে এসে বলেছেন, ‘‘ছবির সম্পদ কৌশিক গঙ্গোপাধ্যায়। ওঁর অভিনয় নিয়ে কিছু বলার নেই। চরিত্রের খাতিরে নিজেকে বদলেছেন, সেটাও দেখার মতো। কৌশিক এবার কমার্শিয়াল ছবিরও ঈর্ষণীয় অভিনেতা।’’ সুরে সুর মিলিয়ে নতুন প্রযোজকও। তাঁর বক্তব্য, ‘‘শিকারপুর’ দিয়ে কৌশিকদার সঙ্গে আমার যাত্রা শুরু। একাধিক কাজ করেছি আমরা। যত দিন যাচ্ছে ততই ওঁর প্রেমে পড়ে যাচ্ছি। এই ছবিতে ওঁকে শুধু মুগ্ধ হয়ে দেখবেন দর্শক, আমি জানি।’’
নিজের কাজ নিয়ে কী বলছেন কৌশিক? অভিনেতা বিনয়ের সঙ্গে জানিয়েছেন, ‘‘এটা প্রিমিয়ার। সবার আমন্ত্রণ। তাই সবাই এসে ভাল কথা বলবেন। খুব ইচ্ছে, অন্য আর একদিন দর্শকদের সঙ্গে বসে ছবিটা দেখার। তা হলে বুঝব, দর্শকের কেমন লাগল। আমার তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি। বাকিটা দর্শকদের হাতে ছেড়ে দিলাম।’’
কেক কাটার ছবি: আবির রিঙ্কু হালদার
