১৯৯৮ থেকে ২০২৩। দীর্ঘ পঁচিশ বছরের নিজের পরিচালনার কেরিয়ারে একের পর এক সফল ছবি উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন করণ জোহর। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলবিদা না কহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ - পরিচালক হিসেবে তাঁর ট্র্যাক রেকর্ড কার্যত প্রশ্নাতীত। আর সেই কারণেই করণ জোহরের পরবর্তী ছবি নিয়ে ইন্ডাস্ট্রিতে উত্তেজনা ছিল তুঙ্গে।

এবার সেই অপেক্ষার অবসান। ২০২৬ সালে ফের পরিচালকের আসনে বসতে চলেছেন করণ জোহর। হ্যাঁ, ঠিকই পড়ছেন। জানা গিয়েছে, করণ তাঁর অষ্টম পরিচালিত ছবির চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন। ছবিটি হবে এক বিশাল ক্যানভাসের পারিবারিক ড্রামা, যার আবহ নাকি অনেকটাই তাঁর ২০০১ সালের কাল্ট ক্লাসিক ‘কভি খুশি কভি গম’-এর মতো।

সূত্রের কথায়, “ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র মতো রোম্যান্টিক ফ্যামিলি কমেডিতে বাজিমাত করার পর করণ আবার পুরোপুরি পারিবারিক ড্রামার দুনিয়ায় ফিরছেন। শোনা যাচ্ছে, এটাই তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় মাপের ছবি হতে চলেছে। নতুন বছরের শুরুতেই তিনি এই ছবির স্ক্রিপ্ট লক করেছেন।”
খবর অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি থেকে ছবির প্রি-প্রোডাকশন শুরু হবে এবং বছরের শেষের দিকেই শুটিং ফ্লোরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র আরও জানায়, “এটি একটি হাই-অকটেন পারিবারিক ড্রামা, যেখানে থাকবে শক্তিশালী রোম্যান্টিক ও আবেগঘন গল্প। ছবিতে থাকবেন দু’জন পুরুষ ও দু’জন মহিলা মুখ্যচরিত্র। খুব শিগগিরই কাস্টিং প্রক্রিয়া শুরু হবে। ধর্মা প্রোডাকশনের তরফে এটি হবে বড় বাজেটের থিয়েট্রিকাল রিলিজ।”
করণ জোহর আবার পারিবারিক ড্রামা বানাচ্ছেন, এই খবরই ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে চর্চার আগুন জ্বালিয়েছে। তার ওপর ছবির কাস্টিং ঘিরে জল্পনা তো থাকছেই। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই ছবির সম্ভাব্য নাম হতে পারে ‘কভি খুশি কভি গম ২’। যদিও ছবির শিরোনাম নিয়ে এখনও চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তবে এটুকু স্পষ্ট, ছবিটি ২০০১ সালের সেই ব্লকবাস্টারের আবহেই তৈরি হচ্ছে, যে ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কাপুর, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। শুধু তাই নয়, আরও শোনা গেল এই ছবিতে প্রধান নায়ক হিসেবে এবার দেখা যাবে নাকি কার্তিক আরিয়ানকে!
এই প্রসঙ্গে করণ জোহরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি মন্তব্য করেননি। কোনও মন্তব্য করেননি কার্তিক আরিয়ানও।
