সংবাদসংস্থা মুম্বই: পরিচালক মৃগদীপ সিং লাম্বার ডার্ক কমেডি ছবিতে দেখা যেতে চলেছে কার্তিক আরিয়ানকে। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল ছবির প্রথম মোশন পোস্টার। ছবির নাম ‘নাগজিলা: নাগলোক কা পহেলা কাণ্ড’। প্রযোজনায় করণ জোহর। করণের সঙ্গে এটি কার্তিকের দ্বিতীয় কাজ হতে চলেছে।
মঙ্গলবার করণ সমাজমাধ্যমে ভাগ করে নেন একটি মোশন পোস্টার। সেখানে ইচ্ছাধারী নাগ রূপে ধরা দিয়েছেন কার্তিক। তাঁর পরনে জিন্স, অনাবৃত পিঠে স্পষ্ট সাপের আঁশ। ধীরে ধীরে নাগরূপ ধারণ করছেন তিনি। অভিনেতার প্রথম ঝলক ভাগ করে করণ লেখেন, 'মানুষের পশ্চাদ্দেশ তো অনেক দেখে ফেলেছেন, এবার দেখুন নাগেদের পশ্চাদ্দেশ'।
মোশন পোস্টারের সঙ্গে রয়েছে কার্তিকের কণ্ঠস্বরও। তিনি জানাচ্ছেন, এক ইচ্ছাধারী নাগের গল্প এটি। নিজের মর্জিমতো যে কোনও রূপ ধরতে পারে। নাম তার প্রিয়ম্বদেশ্বর পেয়ারে চন্দ। বয়স ৬৩১ বছর। জানা যাচ্ছে ২০২৬ সালের ১৪ আগস্ট নাগপঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে ছবিটি
প্রসঙ্গত, এই ছবিতে কার্তিক নন, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অক্ষয় কুমার। কিন্তু ছবির বিষয়বস্তুতে সাপ বনাম মানুষের দ্বন্দ্ব থাকায় এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন অক্ষয়। আর সেই প্রস্তাব দেরী না করে লুফে নেন কার্তিক।
