সংবাদ সংস্থা মুম্বই: বাণিজ্য জগৎ-কেন্দ্রিক রিয়্যালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র প্রথম সিজন থেকেই দেখা গিয়েছে খ্যতনামী উদ্যোগপতি অমন গুপ্তকে। দেশের অন্যতম জনপ্রিয় ইয়ারফোন সংস্থার কর্ণধার তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি নাম না তুলে এক জনপ্রিয় বলি-তারকাকে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে এই তারকার মাটির মানুষ হিসাবে নামডাক থাকলেও তা নাকি স্রেফ ভড়ং! আদতে ওই ব্যক্তি নাকি এর সম্পূর্ণ উল্টো। নাম না তুললেও সেই তারকাকে যে তাঁর সংস্থার মুখ হিসাবে দেখা গিয়েছে সেকথা ফাঁস করেন অমন! অন্তত, তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বলে, মত ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র এই খ্যতনামী উদ্যোগপতি। অমন-এর এহেন মন্তব্য শুনেই তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনদের দল। এক দোল বলছে অমনের উল্লেখিত ওই তারকা ‘দিলজিৎ দোসাঞ্জ’, অন্য দলের মতে ‘তিনি’ আবার ‘কার্তিক আরিয়ান’! 

 

আসলে দিলজিৎ ও কার্তিক দু’জনেই একটা সময় অমনের জনপ্রিয় ইয়ারফোন সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসাবে ধরা দিয়েছিলেন। এদিকে অমন নিজেও বলেছেন সেই তারকা তাঁর সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন এবং সেই কাজ করার অভিজ্ঞতা থেকেই তাঁর এহেন উপলব্ধি। ভুলে চলবে না, জনমানসে দিলজিৎ এবং কার্তিক- দু’জনেরই মাটির মানুষ হিসাবে নামডাক রয়েছে। সুতরাং, অমন গুপ্ত নাম না তুললেও জল্পনা কিন্তু বেড়েই চলেছে! 

 

ঠিক কী বলেছেন অমন গুপ্ত? খ্যতনামী উদ্যোগপতির কথায়, “আমি যে তারকার কথা বলছি জনমানসে তাঁর ব্যক্তিত্ব একজন মাটির মানুষ হিসাবে। তার উপর দয়ালু, মিষ্টি এবং নরম স্বভাবের মানুষ হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। কিন্তু আদতে তিনি তা নন। ইগোতে টইটুম্বুর তিনি। ওঁর সঙ্গে কাজ করার পরেই বুঝেছিলাম এঁরা দর্শকের সামনে মাটির মানুষ হওয়ার ভান করার বিষয়টিকে শিল্পের পর্যায় তুলে নিয়ে গিয়েছে। তবে ভারতীয়রা কিন্তু বোকা নন। আজ নয় কাল তাঁরা ঠিক-ই ধরে ফেলবেন এরকম মানুষের আসল মুখটা।”