সংবাদ সংস্থা মুম্বই: বক্স অফিস হিট আর একের পর এক মেগা প্রজেক্ট—তবুও বিতর্ক যেন পিছু ছাড়ে না কার্তিক আরিয়ানের। সম্প্রতি শোনা গেল, করণ জোহরের আগামী ছবিতে অভিনয়ের জন্য ৫০কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কার্তিক! এবার এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন, ‌তাঁর কোনও পি আর টিম নেই, নেই বলিপাড়ার কোনও ‘গডফাদার’। স্রেফ নিজের লড়াইয়ের জোরেই তিনি আজকের কার্তিক।

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি এক একটি ছবির জন্য সত্যিই ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন?কার্তিকের সোজা উত্তর -“আচ্ছা, আমি কি একাই এমন পারিশ্রমিক পাচ্ছি? অন্যদের নিয়ে তো কেউ কিছু বলে না। সবাই শুধু আমাকেই টার্গেট করে।”

 

আর পি আর টিম-এর প্রশ্নে তাঁর জবাব আরও ধারালো— “আমার কেউ মুখপাত্র নেই। কেউ নেই— না কাকা, না বোন, না প্রেমিকা— যারা মিডিয়ায় আমার হয়ে ইতিবাচক কথাবার্তা ছড়াবে। আমি এসব ছাড়াই নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। আর যাঁরা নিজের চেষ্টায় উঠে আসে, তখন অনেকেই সেটা মেনে নিতে পারেন না। তখনই তাঁদের নিয়ে গল্প বানানো শুরু হয়।”

 

প্রসঙ্গত, কার্তিক এবং করণ জোহর জুটি বেঁধে আগামী বছর একটি রোমান্টিক কমেডি আনছেন— ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তারা টু মেরি’, যে ছবি পরিচালনা করছেন সামীর বিদ্বানস। যা মুক্তি পাবে ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি। ছবিটি নিয়ে যখন বাজারে গুঞ্জন তুঙ্গে, তখনই ছড়ায় কার্তিকের ৫০ কোটি টাকার পারিশ্রমিকের খবর।

 

এদিকে, কার্তিক এখন ব্যস্ত অনুরাগ বসুর পরবর্তী ছবির শ্যুটিং নিয়ে, যেখানে তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। যদিও ছবির নাম এবং গল্প এখনও গোপন রাখা হয়েছে।