আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন, ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারাদিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
করিনার স্মৃতিচারণ
২০১৬ সালের কিছু পুরনো ছবি শেয়ার করে নস্টালজিয়ায় ভাসালেন করিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ থ্রোব্যাক ছবি পোস্ট করে অভিনেত্রী সেই সময়টিকে নাম দিয়েছেন, ‘দ্য ইয়ার অফ দ্য বাম্প।’ জীবনের এক বিশেষ অধ্যায়ে ফিরে তাকিয়েছেন করিনা। যখন তিনি প্রথম সন্তান তৈমুর আলি খানের অপেক্ষায় ছিলেন। সেই পোস্ট ঘিরেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আবেগের ঢেউ।
শেয়ার করা ছবির মধ্যে রয়েছে স্বামী সইফ আলি খান, দিদি করিশ্মা কাপুর এবং ঘনিষ্ঠ বন্ধু সলমন খানের সঙ্গে কাটানো একাধিক স্মরণীয় মুহূর্ত।
অ্যালবামের প্রথম ফ্রেমেই নজর কেড়েছে করিনার অ্যানিমাল-প্রিন্ট মনোকিনি লুক। এরপরই রয়েছে সাদা শার্ট ও লেদার স্কার্টে ডাম্বেল হাতে পোজ দেওয়া ছবি। তার ক্যাপশনে করিনা লিখেছেন, তখন তিনি সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আরেকটি ক্যান্ডিড ছবিতে করণ জোহর ও এক বন্ধুর সঙ্গে দেখা যায় তাঁকে। মজার ক্যাপশনে করিনা জানান, তখন নাকি কেউই জানতেন না যে তিনি গর্ভবতী। এই ছবির ঝুলিতে রয়েছে উষ্ণ পারিবারিক মুহূর্তও।
প্রিয়া-করিশ্মার লড়াই
শুক্রবার সুপ্রিম কোর্ট করিশ্মা কাপুরের কাছে জবাব তলব করেছে প্রিয়া সচদেব কাপুরের করা একটি আবেদনের প্রেক্ষিতে। ওই আবেদনে করিশ্মা ও প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বিবাহবিচ্ছেদের চুক্তিপত্রের কপি চেয়েছেন প্রিয়া। এই ঘটনাকে ঘিরে এবার মুখ খুললেন সঞ্জয়ের দিদি মন্দিরা কাপুর স্মিথ। তাঁর দাবি, প্রিয়া এই আবেদন করে গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন।
মন্দিরা, “এটা আসলে অন্য বিষয় থেকে মনোযোগ সরানোর চেষ্টা। প্রথমত, আমার ভাই যদি এই নথি তাঁর সঙ্গে ভাগ করে নিতে চাইতেন, তা হলে তাঁরা যখন বিবাহিত ছিলেন, তখনই সেটা করতেন। তাই আদালতে বিষয়টি ওঠার পরেও কেন তিনি এসব করছেন, সেটা আমি বুঝতে পারছি না। আমার মতে, এটা বাস্তব সমস্যাগুলো থেকে দৃষ্টি ঘোরানোর কৌশল।”
তিনি আরও যোগ করেন, “বিবাহবিচ্ছেদ একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। করিশ্মা এবং সঞ্জয়ের সন্তান রয়েছে। এটা এমন কোনও ডিভোর্স নয় যেখানে সন্তানের বিষয় জড়িত নেই। এই বিষয়টি কেবলমাত্র ওই দু’জনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। এর বাইরে কারওই এতে নাক গলানোর কোনও অধিকার নেই। এটা তাঁর বিষয় নয়।”
করণের নতুন বিনিয়োগ
করণ জোহর মুম্বইয়ের খর পশ্চিমে একটি বিলাসবহুল আবাসিক ফ্ল্যাটে বিনিয়োগ করেছেন। এই সম্পত্তির জন্য তাঁকে গুনতে হয়েছে ৮ কোটি ৫ লক্ষ টাকা। মহারাষ্ট্রের ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন ওয়েবসাইট থেকে স্কোয়ার ইয়ার্ডস যে নথি সংগ্রহ করেছে, তাতে জানা গিয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসেই এই লেনদেনটি সরকারি ভাবে নথিভুক্ত হয়েছে।
খর পশ্চিমের পালি ভিন্টেজ নামের একটি আবাসিক প্রকল্পে অবস্থিত ফ্ল্যাটটি। সরকারি নথি অনুযায়ী, ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ১,০৬০.১৩ বর্গফুট (প্রায় ৯৮.৪৯ বর্গমিটার)। এর সঙ্গে রয়েছে দু’টি গাড়ি পার্কিংয়ের জায়গা। এই সম্পত্তি কেনার জন্য করণকে স্ট্যাম্প ডিউটি বাবদ ৪৮ লক্ষ টাকা দিতে হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন চার্জ লেগেছে ৩০ হাজার টাকা।
একা ধরা দিলেন তারা
কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার সম্পর্ক নিয়ে। নানা জল্পনার মাঝেই এবার যেন সেই সম্পর্ক ভাঙনের দিকেই ইঙ্গিত মিলল। বীরের সব জায়গায় একা পোঁছে যাওয়া ও রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্টের পর এবার প্রথমবার প্রকাশ্যে দেখা গেল তারাকে। বিচ্ছেদের খবর ছড়ানোর পর এটাই তাঁর প্রথম জনসমক্ষে উপস্থিতি বলে মনে করছেন অনেকে।
শুক্রবার ভোরে মুম্বই বিমানবন্দরে দেখা যায় তারাকে। ক্যাজুয়াল পোশাকে, একাই হাঁটতে দেখা যায় অভিনেত্রীকে। সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে চলা চর্চার পর থেকে নিজেকে আড়ালেই রেখেছিলেন তিনি। এদিন ক্যামেরার সামনে পড়লেও তারাকে বেশ সংযত ও কিছুটা দূরত্ব বজায় রাখতে দেখা যায়। পাপারাজির উদ্দেশ্যে ভদ্রভাবে হাত নাড়লেও, দ্রুত এগিয়ে যান তিনি।
