টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


করণ জোহরের বিরতি


করণ জোহর বরাবরই নেটপাড়ায় সক্রিয় ছিলেন। নিজের ছবির প্রচার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি—সবই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন। কিন্তু ক্রমাগত ট্রোলিং এবং সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতা হয়তো তাঁকে ভিতর থেকে ক্লান্ত করে তুলেছিল। সমাজমাধ্যম থেকে বিরতি নেওয়ার ঘোষণা করে তিনি লিখেছেন, 'একটু বেশি পজিটিভ এনার্জির খোঁজেই এই বিদায়।' শুধু তাই নয়, ইনস্টাগ্রামেও তিনি নিজের অনুপস্থিতির কথা জানান দিয়ে লেখেন, 'মহাবিশ্ব যেন আমাকে এই সিদ্ধান্ত অটল থাকার শক্তি দেয়।' করণের এই সিদ্ধান্ত বলিউডে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।নেটিজেনদের একাংশ মনে করছেন, সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণের পর থেকেই করণ যেভাবে লাগাতার 'নেপোটিজম' বা স্বজনপোষণের অভিযোগে জর্জরিত হচ্ছিলেন, তারই এক চূড়ান্ত বহিঃপ্রকাশ এই বিরতি। দিনের পর দিন সাইবার বুলিং সহ্য করতে করতে একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যের যে অবনতি হতে পারে, করণের এই পদক্ষেপ যেন তারই এক জ্বলন্ত প্রমাণ।


প্রয়াত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার


বিনোদন জগতের অন্দরে আরও একবার নামল শোকের ছায়া। মাত্র ২৬ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় মারাঠি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার প্রথমেশ কদম। এই তরুণ প্রতিভার হঠাৎ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর লক্ষ লক্ষ অনুরাগী। বুধবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া।‌ প্রথমেশ কদম মূলত তাঁর হাস্যরসাত্মক ভিডিও এবং সাবলীল অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। মারাঠি কৃষ্টি ও সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি তাঁর মজার রিলগুলি ইনস্টাগ্রাম ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয় ছিল। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ডিজিটাল দুনিয়ায় নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।


ভাইরাল 'বর্ডার ২'-এর ক্ল্যাইম্যাক্স 


গত সপ্তাহান্তে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'বর্ডার ২', আর সেই সঙ্গেই দর্শকদের মনে আছড়ে পড়েছে নস্টালজিয়ার ঢেউ। প্রায় তিন দশক আগে জে. পি. দত্ত-র 'বর্ডার' যেভাবে ভারতীয় সেনাদের বীরত্ব এবং মানবিকতাকে পর্দায় ফুটিয়ে তুলেছিল, তা আজও অবিস্মরণীয়। স্বাভাবিকভাবেই, এই সিক্যুয়েল নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সানি দেওলের পাশাপাশি বরুণ ধাওয়ান, অহন শেঠি এবং দিলজিৎ দোসাঞ্ঝের মতো তারকাদের নিয়ে তৈরি এই ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সফল হয়েছে। তবে সবথেকে বড় চমক ছিল ছবির শেষে। ছবির ‘এন্ড ক্রেডিট’ বা শেষ দৃশ্যে এমন এক চমক রাখা হয়েছে যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথম ছবিতে শহীদ হওয়া চার প্রধান চরিত্র— সুনীল শেঠি, অক্ষয় খান্না, পুনিত ইসার এবং সুদেশ বেরি-কে আবারও পর্দায় দেখার সুযোগ পেয়েছেন দর্শক। বিশেষ করে অক্ষয় খান্নাকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি 'ধুরন্ধর' ছবিতে তার কাজ দেখে অনুরাগীরা মুখিয়ে ছিলেন 'বর্ডার ২'-তে তাঁকে দেখার জন্য। যদিও নির্মাতারা দীর্ঘসময় এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, কিন্তু প্রেক্ষাগৃহ থেকে ফাঁস হওয়া ক্লিপ এখন ইন্টারনেটে ঝড় তুলছে। ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যায়, সানি দেওলের চরিত্র প্রথম যুদ্ধের সেই বীর শহীদদের স্মরণ করছেন। দর্শকের মনে প্রশ্ন জেগেছিল— তবে কি অক্ষয় খান্নার সাম্প্রতিক জনপ্রিয়তাকে হাতিয়ার করতেই এই দৃশ্যটি শেষ মুহূর্তে যোগ করা হয়েছে? তবে এক্ষেত্রে নির্মাতাদের স্পষ্ট জবাব, এই বিশেষ দৃশ্যটি ছবির চিত্রনাট্যে আগে থেকেই ছিল। এটি কোনওভাবেই শেষ মুহূর্তে যোগ করা হয়নি বা অন্য কোনও ছবির জনপ্রিয়তাকে কাজে লাগানোর চেষ্টা নয়।