২০০১ সালে মুক্তি পাওয়া ‘কভি খুশি কভি গম’ আজও বলিউডের অন্যতম জনপ্রিয় পারিবারিক ছবি। শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কাপুর, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের অভিনীত এই ছবি পরিবার, আবেগ ও সম্পর্কের গল্প বলে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। এত বছর পরেও ছবির গান, সংলাপ ও চরিত্রগুলোকে সমানভাবে মনে রাখা হয়। সেই কারণেই ‘কভি খুশি কভি গম’এর নাম শুনলেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে ওঠে।

এবার সেই উত্তেজনাই আরও বাড়াল একটি নতুন খবর। শোনা যাচ্ছে, পরিচালক করণ জোহর নাকি ‘কভি খুশি কভি গম ২’ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। এক রিপোর্ট অনুযায়ী, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সাফল্যের পর করণ আবার ফিরতে চলেছেন পারিবারিক ড্রামার জগতে। সূত্রের দাবি, এটি হতে পারে তাঁর সবচেয়ে বড় মাপের ছবি।

রিপোর্টে বলা হয়েছে, করণ ইতিমধ্যেই তাঁর পরবর্তী ছবির চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬ সালের শেষের দিকে, আর তার আগে মাঝামাঝি সময়ে শুরু হবে প্রি-প্রোডাকশনের কাজ। ছবিতে থাকবে পরিবারকেন্দ্রিক গল্প, প্রেম এবং আবেগের ছোঁয়া। ঠিক যেমনটা ছিল ‘কভি খুশি কভি গম’-এ।

কাস্টিং নিয়েও জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, ছবিতে থাকতে পারেন দু’জন নায়ক ও দু’জন নায়িকা। খুব শিঘ্রই নাকি অভিনেতা বাছাইয়ের কাজ শুরু হবে।

তবে এখনই ছবির নাম নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ‘কভি খুশি কভি গম ২’ নামটি শুধু জল্পনার পর্যায়েই রয়েছে। তবুও দর্শকদের আশা, যদি সত্যিই এই ছবি তৈরি হয়, তবে সেটি আগের ছবির মতোই পরিবার ও আবেগের গল্প নিয়ে বড় পর্দায় ম্যাজিক তৈরি করবে।

করণের শেষ পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি ’ বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল। ছবিটি দর্শক ও সমালোচক, দু’পক্ষেরই প্রশংসা কুড়িয়েছে।

দীর্ঘ কেরিয়ারে করণ বারবার প্রমাণ করেছেন, আবেগঘন পারিবারিক গল্প বড় পর্দায় ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, থেকে শুরু করে সাম্প্রতিক ‘রকি অউর রানি কি প্রেম কহানি’, প্রতিটি ছবিতেই সম্পর্ক, পরিবার, ভালবাসা আর সামাজিক মূল্যবোধকে নতুনভাবে তুলে ধরেছেন তিনি। সময়ের সঙ্গে তাঁর গল্প বলার ধরন বদলালেও আবেগের গভীরতা বরাবরই অটুট থেকেছে। সেই কারণেই দর্শকরা আজও করণের ছবির দিকে আশা নিয়ে তাকিয়ে থাকেন। ‘কভি খুশি কভি গম’-এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের নস্টালজিয়া। তাই তাঁর পরবর্তী ছবি নিয়ে উন্মাদনা তৈরি হওয়াটাই স্বাভাবিক।