নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে কলকাতা-মুম্বই ছুটে বেড়াচ্ছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কলকাতার পর তাঁর দ্বিতীয় বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়ি হয়েছে মুম্বইতে। প্রেমিক সুমিত অরোরার সঙ্গে আংটি বদলের পর মুম্বই শহরে নতুন করে সংসার পেতেছেন ঋতাভরী। 

 


এপ্রিলেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী। তবে শ্বশুরবাড়িতে গিয়ে মন ভাল হয়ে গেল ঋতাভরীর, তার কারণ অভিনেতা জিৎ। মুম্বই শহরে জিতকে প্রতিবেশী হিসাবে পেলেন ঋতাভরী চক্রবর্তী। এই মুহূর্তে মুম্বইতে অনেকটাই সময় কাটাচ্ছেন জিৎ। তাই সেখানেই টলিউডের দুই অভিনেতা-অভিনেত্রীর দেখা। 

 


দেখা হওয়া মাত্রই প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তুলে সমাজমাধ্যমে ভাগ করলেন ঋতাভরী চক্রবর্তী। আগে থেকেই জিতের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক। 'শেষ থেকে শুরু' ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। 

 

নিজের নতুন সংসারকে সুন্দর করে সাজিয়েছেন অভিনেত্রী।‌ শুধু নতুন সংসারের আনন্দই নয়, নতুন শহরে নিজেকে মানিয়ে নেওয়া, দুই বাড়িতেই যাতায়াত করা বেশ কঠিন হয়ে উঠলেও এই মুহূর্তটা উপভোগ করছেন ঋতাভরী। ঋতাভরীর এই পোস্ট দেখে অনেকেরই মনে হয়েছে জিৎ কি তবে নতুন বাড়ি কিনে ফেললেন টিনসেল টাউনে? তা যদিও এখনও জানা যায়নি। তবে মুম্বইতে যে পাকাপাকি জায়গা করে নিতে চলেছেন অভিনেতা সেই জল্পনা থেকেই যায়।