নিজস্ব সংবাদদাতা: প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জয়া আহসান। সমাজমাধ্যমে এমনটাই জানালেন অভিনেত্রী। প্রীতম ও এলিটা দু’জনই সংগীতশিল্পী। ফলে তারা এক হওয়াই স্বাভাবিক। কিন্তু তাদের সঙ্গে যদি জয়া আহসান যদি যুক্ত হন তবে সেটি ভাবনার বিষয়।
প্রীতম ও এলিটার সঙ্গে ছবি ভাগ করে জয়া লিখেছেন, 'প্রীতম এবং এলিটার সঙ্গে কাজ করতে পেরে খুবই ভাল লাগছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে একটি দারুণ চলচ্চিত্র শেয়ার করতে পারব। যার পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।'
তাঁদের যুগলবন্দি যে গানের জগতের কোনও বিস্ফোরণ হতে চলেছে তা স্পষ্ট। কারণ প্রীতম ও এলিটা গানের মানুষ, জয়া আহসানের সঙ্গেও গানের যোগাযোগ আছে। তিনি ছোটবেলায় গান শিখেছেন। বড় হয়ে প্লেব্যাক থেকে শুরু করে কোক স্টুডিও বাংলাতেও গান করেছেন। তবে গান না গাইলেও এই মিউজিক ভিডিওতে আইটেম নাচেও দেখা যেতে পারে জয়াকে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেননি তারকাদের কেউই।
