নিজস্ব সংবাদদাতা: দুই বাংলায় নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী জয়া আহসান। বয়স ৫২ পেরোলেও সৌন্দর্যে তিনি আজও নজরকাড়া। সমাজ মাধ্যমে বেশিরভাগ সময়ই চর্চায় থাকেন অভিনেত্রী। 


কিছুদিন আগেই বাঙালির ঐতিহ্যশালী জামদানি শাড়িতে মর্ডান টুইস্ট দিতেই জয়ার উপর চটেছিলেন বাংলাদেশীরা। মুম্বইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলেন জয়া। সেখানে আধুনিকভাবে জামদানি শাড়ি পরে বিতর্কে জড়ান জয়া।  


নীল রঙের ঢাকাই জামদানির সঙ্গে কোনও ব্লাউজ পরেননি জয়া। ধুতি স্টাইলে শাড়ি পরেছেন, সঙ্গে শাড়ির আঁচল দিয়েই ঢেকেছেন বক্ষযুগল। তাঁর নাভি পর্যন্ত বিস্তৃত বক্ষযুগল স্পষ্ট ছিল ছবিতে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আবেদনময়ী রূপে সমাজ মাধ্যমে ঝড় তুললেন জয়া। 

একগুচ্ছ ছবি ভাগ করে অভিনেত্রী লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে যার চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মা। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। জয়ার ছবিতেও আছে সেই ধাঁচ।


শাড়ির সঙ্গে মিলিয়ে কারুকার্যময় ব্লাউজ পরেছেন জয়া। হাতে চুড়ি, গলায় নেকলেস, নাকের নোলকও বিশেষভাবে নজর কেড়েছে। 


প্রসঙ্গত, ফিল্মফেয়ার ওটিটি-র মঞ্চে ঢাকাই জামদানির ঐতিহ্য তুলে ধরতে গিয়ে দেশের সংস্কৃতির মর্যাদা রক্ষা না করতে পারার অভিযোগ উঠেছিল জয়ার বিরুদ্ধে। তবে এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। এর মাঝেই ফের নতুন রূপে হাজির তিনি। তবে এবার আর কটাক্ষ নয়, বরং এক নিমেষে ভাইরাল অভিনেত্রীর নতুন রূপের ছবি।