সংবাদ সংস্থা মুম্বই: রণবীর কাপুরকে নিয়ে সরাসরি মন্তব্য, আর তার সঙ্গেই শাহরুখ খান সম্পর্কে অকপট স্বীকারোক্তি — অভিনেতা জয়দীপ আহলাওয়াতের সাম্প্রতিক বক্তব্যে বলিউডে যেন নতুন করে জমল 'জনপ্রিয়তা বনাম প্রতিভা' বিতর্ক।
'আমি খুবই ছোট মানুষ এই ব্যাপারে কিছু বলার,'—এই বিনয়ী স্বীকারোক্তির সঙ্গেই শুরু করেন জয়দীপ। কিন্তু তারপরেই বলেন এমন কিছু কথা, যা নেটদুনিয়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে।
রণবীর প্রসঙ্গে জয়দীপ বলেন,“রণবীর কাপুর একজন অসাধারণ, দুর্দান্ত অভিনেতা। কিন্তু তিনি হয়তো কোনওদিন শাহরুখ খানের মতো এত বড় তারকা হবেন না! কারণ শাহরুখ কেবল অভিনয়ের জোরে নয়, তিনি যে মানুষের সঙ্গে এক অসাধারণ 'যোগাযোগ' তৈরি করেছেন, সেটাই তাঁকে 'কিং খান' বানিয়েছে।”
জয়দীপ স্পষ্ট করে দেন, শুধুমাত্র অভিনয় নয়, একজন তারকার হয়ে ওঠার পিছনে মানুষের সঙ্গে এক আত্মিক সম্পর্ক তৈরি করাটাও ভীষণ জরুরি। 'পাতাললোক' খ্যাত এই অভিনেতার কথায়, “শুধু প্রতিভা থাকলেই কেউ শাহরুখের মতো বিশাল তারকা হতে পারেন না।”
এই একই সাক্ষাৎকারে জয়দীপ জানান, রণবীর অভিনীত ‘রামায়ণ’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এও জানান, ২০১১ সালে ‘রকস্টার’-এ রণবীরের সঙ্গে ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
অন্যদিকে সামনে আসছে আরও বড় চমক। শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জয়দীপ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে রয়েছেন রানি মুখার্জি, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সুহানা খান, আরও অনেক তারকা।
বলিউডে তারকারা শুধু অভিনয়ে নয়, মানুষের সঙ্গে যে হৃদয়ের সম্পর্ক তৈরি করেন, সেটাই তাদের 'কিং' অথবা কিংবদন্তি করে তোলে— জয়দীপের এই খোলামেলা মন্তব্যে তা যেন আরও একবার স্পষ্ট।
