সংবাদ সংস্থা মুম্বই:  ‘হাউসফুল ৫’-এর ট্রেলারে হুল্লোড়, জ্যাকি শ্রফ দিলেন ছেলেকে টিপ্পনি! টাইগারের ভাইরাল ডায়লগ ‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া’-র এবার বাবার ভার্সনেই হেসে কুপোকাত দর্শক।

 

একদিকে মাঝসমুদ্রে ক্রুজের মধ্যে বেপরোয়া অ্যাক্সিডেন্ট আর ৬৯ বিলিয়নের মালিকানা ঘিরে ‘জলি’র খোঁজ—অন্যদিকে সঞ্জয়-জ্যাকির খলনায়ক-রিইউনিয়ন—সবকিছুর মাঝে আলো কাড়ল একটাই মুহূর্ত। হ্যাঁ, ‘হাউসফুল ৫’-এর ট্রেলার রিলিজ হয়েছে মঙ্গলবার, আর রিলিজের পর থেকেই ভাইরাল টাইগার শ্রফের ছবির সেই পুরনো মজাদার এক সংলাপ: “ছোটি বাচ্চি হ্যায় কেয়া?” যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “পুঁচকে মেয়ে নাকি তুই?”

 

তবে এবার কিন্তু সংলাপটা আউড়াননি টাইগার শ্রফ। এটি বললেন টাইগারের বাবা তথা জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ—আর সেখানেই মাৎ পুরো নেটপাড়া!তা দৃশ্যটা  কী? তুমুল গতিতে গাড়ি চালাচ্ছেন জ্যাকি। হঠাৎ করে একটা বাচ্চা মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছে—গাড়িতে ব্রেক কষেন জ্যাকি। সঞ্জয় দত্ত তখন গাড়ির জানালায় মুখ ঠেসে—আর সেখানেই জ্যাকির বোমা: “ছোটি বাচ্চি হ্যায় কেয়া?” ব্যস! এই একটা সংলাপেই ফেটে পড়েছে হাসির বন্যা।সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “একি রে ভাই! ছেলের সংলাপ টুকে চালিয়ে দিচ্ছে বাবা।” আরেকজন লিখেছেন, “জ্যাকি কী দুর্দান্তভাবে সংলাপটা বললেন!”

 


এই বিখ্যাত সংলাপটি প্রথম শোনা যায় ২০১৪ সালের টাইগার শ্রফ ও কৃতি স্যানন অভিনীত ‘হিরোপন্তি’ ছবিতে। টাইগারের সেই অদ্ভুত সিরিয়াস ডেলিভারির জন্য এই সংলাপ হয়ে যায় মিমপন্থীদের প্রিয় অস্ত্র। পরে নিজেও বারবার এই নিয়ে মজা করেছেন টাইগার। এবার সেই মিমে ঢুকলেন বাবা জ্যাকি শ্রফ নিজে! আর তাতেই ঝড় তুলেছে নেটপাড়া।

 

এদিকে হাউজফুল ঘরানার ছবি মানেই তো ‘মাল্টিস্টার ম্যাডনেস’!
এই ছবিতে রয়েছেন - অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, ফরদিন খান, শ্রেয়াস তালপাড়ে, নানা  পটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, নারগিস ফকরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চাঙ্কি পাণ্ডে এবং জনি লিভার।৬ জুন মুক্তি পাচ্ছে ‘হাউসফুল ৫’। 

 

মজার ছলে বলা যায়, পর্দায় যখন বাবারা টাইগার হয়ে ওঠেন, তখন ছেলের মিমও নায়কোচিত হয়ে যায়!
আপাতত আপনিও একবার চাইলে বলে ফেলতেই পারেন —ছোটি বাচ্চি হ্যায় কেয়া?