পরপর দুটো ধারাবাহিকের নাম ভীষণ রোম্যান্টি। ‘এই পথ যদি না শেষ হয়’, ‘মন দিতে চাই’...
এমন ধারাবাহিকের নায়ক যে প্রচণ্ড প্রেমিক মনের হবেন সেটাই স্বাভাবিক। সেটাই নাকি ঘটেছে। ঋত্বিক মুখোপাধ্যায় নাকি মন দিয়েই ফেলেছেন। সে খবর সদ্য প্রকাশ্যে। দিশা দাস নামের জনৈক সুন্দরীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে সমুদ্রপাড়ে! সেখানে মন নিয়ে কাছাকাছি, পাশাপাশি তাঁরা। কখনও হাতে হাত জড়িয়ে স্রোত ভেঙেছেন। কখনও পরস্পরকে কাছে টেনেছেন। যা দেখে ফোনের পরে ফোন এসেছে অনুরাগীদের। ঋত্বিকের পাশে তাঁদের পছন্দ অন্বেষা হাজরা। এই জুটিই ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের টাটকা জুটি ছিলেন। এখন তিনি অরুণিমা হালদারের সঙ্গে ধারাবাহিক ‘মন দিতে চাই’ জমিয়ে দিয়েছেন।
এঁদের সবাইকে ছাপিয়ে শেষে জিতে গেলেন দিশা! কীভাবে?
জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ঋত্বিকের সঙ্গে। তিনি ধারাবাহিকের শুটে ব্যস্ত। তার ফাঁকেই প্রশ্ন শুনে হেসে ফেলেছেন। বলেছেন, ‘‘প্রেম ট্রেম কিচ্ছু নয়। দিশা জনপ্রিয় মডেল। একটি পাঁচতারা হোটেলের আউটডোর শুট করতে গিয়েছিলাম আমরা। আমি সাধারণত, শুটের বাইরে কখনও রিল বানাই না। চলে আসার দিন ভোরে সবাই ধরল। দিশার সঙ্গে রিল বানালাম। সেই রিল প্রকাশ্যে আসতেই এত হট্টগোল। সবার এক দাবি, আমি নাকি প্রেম করছি!’’ সত্যিই প্রেম করছেন না! ফের ঝকঝকে জবাব, ‘‘অবশ্যই করছি। কিন্তু পর্দায়। এই যে দিশাকে দেখে এত হুলুস্থূল, সবটাই কিন্তু অভিনয়ের জোরে। আমরা অভিনেতা। এটুকু যদি করে দেখাতে না পারি তা হলে কী করলাম!’’ আপাতত চুটিয়ে ধারাবাহিক করছেন। তারপর যে কোনও মাধ্যম থেকে ডাকের অপেক্ষা। কোনও ছুঁৎমার্গ নেই ঋত্বিক। যে মাধ্যম তাঁকে সম্মান জানিয়ে ডাকবে তিনি তার। আর প্রেম?
এবারে দুষ্টু জবাব, ‘‘এরকম আরও কত হবে। আরও কত রিল প্রকাশ্যে আসবে। সবাই সব দেখতে পাবেন।’’
এমন ধারাবাহিকের নায়ক যে প্রচণ্ড প্রেমিক মনের হবেন সেটাই স্বাভাবিক। সেটাই নাকি ঘটেছে। ঋত্বিক মুখোপাধ্যায় নাকি মন দিয়েই ফেলেছেন। সে খবর সদ্য প্রকাশ্যে। দিশা দাস নামের জনৈক সুন্দরীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে সমুদ্রপাড়ে! সেখানে মন নিয়ে কাছাকাছি, পাশাপাশি তাঁরা। কখনও হাতে হাত জড়িয়ে স্রোত ভেঙেছেন। কখনও পরস্পরকে কাছে টেনেছেন। যা দেখে ফোনের পরে ফোন এসেছে অনুরাগীদের। ঋত্বিকের পাশে তাঁদের পছন্দ অন্বেষা হাজরা। এই জুটিই ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের টাটকা জুটি ছিলেন। এখন তিনি অরুণিমা হালদারের সঙ্গে ধারাবাহিক ‘মন দিতে চাই’ জমিয়ে দিয়েছেন।
এঁদের সবাইকে ছাপিয়ে শেষে জিতে গেলেন দিশা! কীভাবে?
জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ঋত্বিকের সঙ্গে। তিনি ধারাবাহিকের শুটে ব্যস্ত। তার ফাঁকেই প্রশ্ন শুনে হেসে ফেলেছেন। বলেছেন, ‘‘প্রেম ট্রেম কিচ্ছু নয়। দিশা জনপ্রিয় মডেল। একটি পাঁচতারা হোটেলের আউটডোর শুট করতে গিয়েছিলাম আমরা। আমি সাধারণত, শুটের বাইরে কখনও রিল বানাই না। চলে আসার দিন ভোরে সবাই ধরল। দিশার সঙ্গে রিল বানালাম। সেই রিল প্রকাশ্যে আসতেই এত হট্টগোল। সবার এক দাবি, আমি নাকি প্রেম করছি!’’ সত্যিই প্রেম করছেন না! ফের ঝকঝকে জবাব, ‘‘অবশ্যই করছি। কিন্তু পর্দায়। এই যে দিশাকে দেখে এত হুলুস্থূল, সবটাই কিন্তু অভিনয়ের জোরে। আমরা অভিনেতা। এটুকু যদি করে দেখাতে না পারি তা হলে কী করলাম!’’ আপাতত চুটিয়ে ধারাবাহিক করছেন। তারপর যে কোনও মাধ্যম থেকে ডাকের অপেক্ষা। কোনও ছুঁৎমার্গ নেই ঋত্বিক। যে মাধ্যম তাঁকে সম্মান জানিয়ে ডাকবে তিনি তার। আর প্রেম?
এবারে দুষ্টু জবাব, ‘‘এরকম আরও কত হবে। আরও কত রিল প্রকাশ্যে আসবে। সবাই সব দেখতে পাবেন।’’
