এবার কি জুটি বাঁধতে চলেছেন টলিউড এবং ঢালিউডের দুই সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাকিব খান। কলকাতায় তুফান ছবির শুটিংয়ের মাঝে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বিশেষ সাক্ষাৎ শাকিব খানের- এই বিশেষ ছবি কি তা হলে কোনও সুখবরের ইঙ্গিত?
কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই সময় বেশ কিছু কাজের কথা হচ্ছে ওপার বাংলায়। এমনকি এও জানিয়েছিলেন যে যদি দুজনেরই সময় হয় তবে হয়তো এবার দর্শকেরা দেখতে পাবেন শাকিব ঋতুপর্ণা জুটি। অন্যদিকে অনেকদিন পর এপার বাংলার ছবিতে ঢালিউডের কিং শাকিব খান। তুফান ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেতা, শুধু তাই নয় তুফান ছবিতে প্রথমবার এক সঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং শাকিব খান।
এই দারুণ সুখবর এর পর কি আরও একটি সুখবর আসতে চলেছে দুপার বাংলার দর্শকদের জন্য? অভিনেত্রী প্রিয়া কারফা সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ ছবি পোস্ট করেন, যেখানে পাশাপাশি দাঁড়িয়ে ঋতুপর্ণার শাকিব, এই মুহূর্তে বিদেশ কিছুদিনের জন্য নিজের দেশে ফিরেছেন প্রিয়া কারফা। সত্যিই কি শুধু বহুদিন পর দেখা সাক্ষাৎ? নাকি নতুন ছবির আলোচনার জন্যই একসঙ্গে সময় কাটালেন এই তারকারা? এখনই নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও ছবির কথা যে হচ্ছে তা আগেও জানিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে দুয়ে দুয়ে চার করছেন অনেকেই। বাংলাদেশের বহু তারকারাই বর্তমানে টলিউডের একাধিক কাজ করছেন আবার টলিউডের তারকারা ওপার বাংলার নানান ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, যা দুই ইন্ডাস্ট্রির জন্যই অত্যন্ত ভালো একটি খবর।
কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই সময় বেশ কিছু কাজের কথা হচ্ছে ওপার বাংলায়। এমনকি এও জানিয়েছিলেন যে যদি দুজনেরই সময় হয় তবে হয়তো এবার দর্শকেরা দেখতে পাবেন শাকিব ঋতুপর্ণা জুটি। অন্যদিকে অনেকদিন পর এপার বাংলার ছবিতে ঢালিউডের কিং শাকিব খান। তুফান ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেতা, শুধু তাই নয় তুফান ছবিতে প্রথমবার এক সঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং শাকিব খান।
এই দারুণ সুখবর এর পর কি আরও একটি সুখবর আসতে চলেছে দুপার বাংলার দর্শকদের জন্য? অভিনেত্রী প্রিয়া কারফা সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ ছবি পোস্ট করেন, যেখানে পাশাপাশি দাঁড়িয়ে ঋতুপর্ণার শাকিব, এই মুহূর্তে বিদেশ কিছুদিনের জন্য নিজের দেশে ফিরেছেন প্রিয়া কারফা। সত্যিই কি শুধু বহুদিন পর দেখা সাক্ষাৎ? নাকি নতুন ছবির আলোচনার জন্যই একসঙ্গে সময় কাটালেন এই তারকারা? এখনই নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও ছবির কথা যে হচ্ছে তা আগেও জানিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে দুয়ে দুয়ে চার করছেন অনেকেই। বাংলাদেশের বহু তারকারাই বর্তমানে টলিউডের একাধিক কাজ করছেন আবার টলিউডের তারকারা ওপার বাংলার নানান ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, যা দুই ইন্ডাস্ট্রির জন্যই অত্যন্ত ভালো একটি খবর।
