রণবীর সিংয়ের ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ছবিটিকে ঘিরে একের পর এক কাস্টিং জল্পনা ঘুরছে বলিউডে। সম্প্রতি বলিউডের অলিতে-গলিতে এই ফিসফাস শুরু হয়েছিল যে, ফের নাকি ‘ডন’-এর চরিত্রে ফারহানের এই ছবিতে ফিরতে চলেছেন শাহরুখ খান। তবে তিনি নাকি একটি বড়সড় শর্ত রেখেছেন। ‘বাদশা’-র শর্ত একটাই - পরিচালকের চেয়ারে থাকতে হবে অ্যাটলি-কে, যিনি ‘জওয়ান’-এ শাহরুখকে পরিচালনা করেছিলেন। তাঁর বিশ্বাস, অ্যাটলির পরিচালনায় ছবিটির ভিজ্যুয়াল স্কেল এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আকর্ষণ অনেকটাই বেড়ে যাবে। সেই কারণেই এই শর্ত মানলে, তবেই নাকি তিনি ছবিতে ফেরার বিষয়ে ইতিবাচক ভাবনা ভাবতে পারেন। 

 

কিন্তু এই জল্পনায় এবার স্পষ্ট ইতি টানল ছবির সঙ্গে যুক্ত সূত্র। ‘ডন ৩’ প্রজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্র একচেটিয়াভাবে জানিয়েছে, “ডন ৩-এ অ্যাটলিকে আনার যে গুজব চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। অ্যাটলির সঙ্গে এই ছবির কোনও যোগ নেই। তাঁকে কখনও এই প্রজেক্টের জন্য যোগাযোগই করা হয়নি।”

 

 

অন্যদিকে, ২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন অ্যাটলি। তিনি বলেছিলেন,“শাহরুখ খান স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি -ধৈর্য রাখা, প্রতিটা বিষয় নিখুঁত করা, আর ছবিটাকে এক ধাপ উপরে নিয়ে যাওয়া। শাহরুখ স্যার আমাকে শিখিয়েছেন কীভাবে নিজের মানদণ্ড আরও উঁচু করতে হয়। আমার পরের ছবি ‘জওয়ান’-এর থেকেও বড় এনার্জির হবে।”

 

প্রসঙ্গত, ‘জওয়ান’ বলিউডের সর্বোচ্চ আয় করা ছবিগুলোর মধ্যে অন্যতম। মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার ক্লাব-এ ঢুকে পড়ে এই ছবি। শাহরুখ খানের পাশাপাশি মুখ্য চরিত্রে ছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। ক্যামিওতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোনকে। ছবিটি ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু -এই তিন ভাষায় মুক্তি পায়।

 

এর আগে, ২০২৩ সালের আগস্ট মাসে ফরহান আখতার একটি বিশেষ ঘোষণামূলক ভিডিওর মাধ্যমে জানান যে ‘ডন ৩’-এর নতুন ডন হবেন রনবীর সিং। সে ছবি ঘোষণার টিজারে দেখা যায়, এক বহুতলের ভিতরে ক্যামেরার দিকে পিঠ করে বসে আছেন রনবীর। তিনি সিগারেট জ্বালিয়ে নিজেকে ডন বলে পরিচয় দেন, তারপর ঘুরে ক্যামেরার দিকে তাকান।

 

 

উল্লেখ্য, ডন চরিত্রে এর আগে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। তবে ‘ডন ৩’-এর চূড়ান্ত কাস্টিং নিয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে স্পষ্ট, জল্পনা অনেক কিন্তু ডন ৩ নিয়ে সত্যিটা এখনও ধোঁয়াশাতেই ঢাকা।

 

অন্যদিকে, শাহরুখের আগামী ছবি ‘কিং’ ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। তাঁর জন্মদিনেই ছবির নাম ঘোষণা করেছিল রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখের ‘পাঠান’-এর পরিচালকও ছিলেন তিনি। জোরাল অ্যাকশনকে কেন্দ্র করেই তৈরি করা হচ্ছে সিনেমাটি। তবে হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার হলেও কেবল গুলি-বোমার লড়াই নয়, বরং শাহরুখের ক্লাসিক ধাঁচের আবেগ আর সম্পর্কের গল্পও ফুটে উঠবে এখানে। 

 

 

 

 

 

শাহরুখের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ার্সির মতো তারকাদের। তবে বাবা-মেয়ের অনস্ক্রিন রসায়ন নিয়েই এখন বলিউডজুড়ে চর্চা। সুহানার চরিত্রকে বর্ণনা করা হয়েছে ‘স্টাইলিশ কিন্তু জটিল’ বলে। ‘দ্য আর্চিস’-এর পর এটি তাঁর কেরিয়ারে বড় ঝাঁপ বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অন্দরের লোকজন।