বিনোদন দুনিয়ার ঝলমলে পর্দার আড়ালে যে কতটা নোংরামি এবং রেষারেষি চলতে পারে, তার এক বিস্ফোরক প্রমাণ সামনে এল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক প্রভাবশালী ইনফ্লুয়েন্সারের করা দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়। অভিযোগ উঠেছে, বলিউড অভিনেতা বরুণ ধওয়ানের ভাবমূর্তি নষ্ট করতে এবং তাঁর আসন্ন ছবি 'বর্ডার ২'-তে তাঁর অভিনয় নিয়ে নেতিবাচক প্রচার চালাতে রীতিমতো মোটা অঙ্কের টাকা অফার করা হচ্ছে।

 

ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে। এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার 'থারা ভাই যোগীন্দর' সম্প্রতি একটি কল রেকর্ডিং প্রকাশ করেছেন। সেখানে দাবি করা হয়েছে, বরুণ ধাওয়ানের বিরুদ্ধে একটি বিশেষ 'পেইড ক্যাম্পেইন' বা অর্থের বিনিময়ে কুৎসা প্রচারের পরিকল্পনা করা হয়েছে। ওই ইনফ্লুয়েন্সারকে একটি অজ্ঞাতপরিচয় সূত্র থেকে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় যে, তিনি যেন তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বরুণ ধওয়ানের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে সানি দেওল অভিনীত কালজয়ী ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েলে বরুণের অন্তর্ভুক্তি নিয়ে মানুষকে উস্কানি দিতে বলা হয়।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই নেতিবাচক প্রচারের জন্য ওই ইনফ্লুয়েন্সারকে নগদ পাঁচ লক্ষ টাকা অফার করা হয়। রেকর্ড করা কথোপকথনে শোনা যাচ্ছে, ফোনের ওপার থেকে এক ব্যক্তি বলছেন, বরুণকে যেন এমনভাবে আক্রমণ করা হয় যাতে সাধারণ দর্শকের মনে হয় তিনি এই চরিত্রের জন্য একেবারেই উপযুক্ত নন। ছবি মুক্তির আগেই তাঁর ভাবমূর্তি নষ্ট করাই ছিল এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য।

 

‘বর্ডার ২’ নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। এই ছবিতে বরুণ ধওয়ানের মতো একজন জনপ্রিয় তারকা যুক্ত হওয়ায় ছবি নিয়ে উত্তেজনা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কিছু মানুষের ঈর্ষা—এমনটাই মনে করছেন অভিনেতার অনুরাগীরা। বলিউডে প্রায়শই 'পিআর ওয়ার' বা প্রচারের লড়াই চলে, কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে এত বড় অঙ্কের টাকা খরচ করার ঘটনা বিরল।

 

ভিডিওটি সামনে আসার পর থেকেই ছি ছি পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশের মতে, বলিউড এখন প্রতিভার চেয়েও নোংরা রাজনীতির আখড়া হয়ে উঠেছে। তবে বরুণ ধওয়ান নিজে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। অনেকে মনে করছেন, এটি কোনও প্রতিদ্বন্দ্বী ক্যাম্পের কাজ হতে পারে যারা বরুণের সাফল্য রুখতে চাইছে।

 

 

বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিশাল প্রভাব রয়েছে জনমতের ওপর। আর সেই প্রভাবকে হাতিয়ার করেই এই ধরণের 'পেইড প্রোপাগান্ডা' চালানোর চেষ্টা রীতিমতো উদ্বেগের বিষয়। তবে সচেতন নেটিজেনরা বলছেন, পর্দার পিছনের এই ষড়যন্ত্র শেষ পর্যন্ত ধোপে টিকবে না।এখন দেখার বিষয়, এই অডিও ক্লিপ ফাঁসের পর বরুণ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেন।