পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন হৃতিক রোশন। পার্টিতে হাজির হওয়া হৃতিকের সেই ছবি দেখেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ! কিন্তু কেন? কারণ এই যে সেই অনুষ্ঠানে হৃতিককে দেখা যায় ক্রাচের সাহায্যে হাঁটতে, এমনকী ক্যামেরার সামনে পোজ দিতেও যারপরনাই অনিচ্ছুক ছিলেন অভিনেতা।
চিত্রসাংবাদিক যোগেন শাহ সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, বেশ লো-প্রোফাইলেই পার্টি থেকে বেরিয়ে যাচ্ছেন হৃতিক। ক্যাজুয়াল পোশাকে, সাবধানে এক পা, এক পা ফেলে এগোচ্ছিলেন তিনি। পাপারাজ্জিদের এড়িয়ে গিয়ে নিয়মিত ফটো-আপ সেশনও এড়িয়ে যান অভিনেতা। এই দৃশ্য দেখে অনুরাগীদের একাংশ উদ্বিগ্ন হয়ে পড়েন, অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠান।
এই আবহেই হৃতিকের শারীরিক কষ্টের এক পুরনো বিষয়ের কথা সামনে আনলেন কোরিওগ্রাফার বসকো মার্টিস। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বলিউডের কিছু আইকনিক গানের নেপথ্যে লুকিয়ে থাকে প্রবল শারীরিক চাপ। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির জনপ্রিয় গান ‘সেনোরিতা’-র শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে বসকো জানান, গানটির শুটিং চলাকালীন তীব্র যন্ত্রণার মধ্য দিয়েই পারফর্ম করেছিলেন হৃতিক।
বসকোর কথায়, “ নাচের দিক থেকে ‘সেনোরিতা’ ছিল ভীষণ কঠিন কোরিওগ্রাফি। কারণ ওই গানের শুটিংয়ের সময় হৃতিক প্রচণ্ড ব্যথার মধ্যে ছিলেন।” পর্দায় গানটি যতটা হালকা, আনন্দমুখর ও উদ্যাপনের আবহ তৈরি করে, বাস্তবে শুটিংয়ের অভিজ্ঞতা ছিল তার ঠিক উল্টো। তবু সমস্ত শারীরিক অস্বস্তি সত্ত্বেও শুটিং চালিয়ে যান হৃতিক আর তার ফলেই আজও দর্শকের কাছে গানটি রয়ে গেছে সাবলীলতা ও চার্মের অনন্য উদাহরণ হয়ে। এই তথ্য প্রকাশ্যে আসতেই বহু অনুরাগী বিস্মিত, কারণ বন্ধুত্ব, ভ্রমণ আর আনন্দের প্রতীক হয়ে ওঠা এই গানের সঙ্গে তাঁরা কখনও শারীরিক সংগ্রামের গল্প জুড়ে দেখেননি।
