হৃত্বিক রোশন মুম্বইয়ের ঝুহুর সমুদ্র-সংলগ্ন তাঁর বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তার প্রেমিকা সাবা আজাদকে। জাপকি (Zapkey)-এর হাতে আসা নথি অনুযায়ী, ওই চুক্তিতে মাসিক ভাড়ার অঙ্ক নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার টাকা। আর সিকিউরিটি ডিপোজিট রাখা হয়েছে ১.২ লক্ষ টাকা। চুক্তি কার্যকর হয়েছে ৪ আগস্ট থেকে।
প্রপার্টিটি প্রায় ১২ হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এবং মুম্বইয়ের ঝুহু-ভারসোভা লিঙ্ক রোডে অবস্থিত মন্নত অ্যাপার্টমেন্টস-এর অন্তর্গত। হৃত্বিক ২০২০ সালের অক্টোবরে এই আবাসনের তিনতলা কিনেছিলেন। এর মধ্যে রয়েছে ১৯তম ও ২০তম তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, যার দাম পড়েছিল প্রায় ৯৭.৫ কোটি টাকা।
এটাই কিন্তু চলতি বছরে অভিনেতার রিয়েল এস্টেটের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নয়। এর আগে হৃত্বিক মুম্বইয়ের গোরেগাঁওয়ে প্রায় দু’হাজার ৭২৭ বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেস মাসিক পাঁচ লক্ষ টাকা ভাড়ায় ভাড়া দিয়েছিলেন। এরপর তিনি অন্ধেরিতে থাকা তাঁর তিনটি আবাসিক ফ্ল্যাট বিক্রি করে পান প্রায় ৬.৭ কোটি টাকা।
এখনও পর্যন্ত এই লিজ চুক্তি নিয়ে অভিনেতা কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, হৃত্বিক এবং সাবা প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে। সেই অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার পরই তাঁদের প্রেমের গুঞ্জন নিশ্চিত হয়েছিল।
হৃত্বিক এবং সাবা বলিউডের বহুল আলোচিত জুটি। প্রায় তিন বছর ধরে তাঁরা একসঙ্গে আছেন, তবে ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে তাদের যুগল উপস্থিতিই প্রথমবার প্রেমের গুঞ্জনকে নিশ্চিত করে। এরপর থেকে প্রায়ই তাদের একসঙ্গে ছুটি কাটাতে, সিনেমা দেখতে কিংবা পারিবারিক মুহূর্ত ভাগ করতে দেখা যায়। সাবা প্রকাশ্যে জানিয়েছেন, হৃত্বিকের সঙ্গে সম্পর্কে আসার পর প্রবল ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে তাঁকে, এমনকি এর প্রভাব পড়েছে তাঁর কাজের সুযোগেও—বিশেষত ভয়েস-ওভারের অনেক কাজ হাতছাড়া হয়েছে। তবু হৃত্বিক সব সময় তাঁর পাশে ঢাল হয়ে থেকেছেন। এবং প্রকাশ্যে তাঁকে উৎসাহ দিয়ে গিয়েছেন। অনলাইন সমালোচনা কিংবা পেশাগত চ্যালেঞ্জ—সবকিছুর মধ্যেও তাদের সম্পর্ক টিকে আছে এবং প্রতিদিন আরও মজবুত হচ্ছে।
হৃত্বিককে সম্প্রতি দেখা গিয়েছে ‘ওয়ার ২’ ছবিতে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। হৃতিক, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবাণী অভিনীত এই বহুল প্রতীক্ষিত ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এবং বক্স অফিসে মাঝারি সাফল্য অর্জন করেছে। ছবিটি মুক্তির সময় সরাসরি প্রতিযোগিতায় পড়ে রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’-র সঙ্গে।
অন্যদিকে, হৃত্বিকের অভিনেত্রী-প্রেমিকা সাবা আজাদ শিগগিরই অভিনয় করবেন ‘সংস অফ প্যারাডাইস’ ছবিতে। ছবিটি আগামী ২৯ আগস্ট প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলিয়া ভাটের মা সোনি রাজদানও।
