সংবাদ সংস্থা মুম্বই: পরিচালনার মূল অর্থ কী? ‘হাউজফুল ৫’-এর পরিচালক তরুণ মনসুখানিকে বুঝিয়েছিলেন ‘কিং খান’। যে পরামর্শ পেয়ে বদলে গিয়েছিল তাঁর জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই মহামূল্যবান পরামর্শ ফাঁস করলেন খোদ এই পরিচালক।
‘হাউসফুল ৫’-এর মুক্তি নিয়ে ব্যস্ত পরিচালক তরুণ মনসুখানি। কিন্তু এই মুহূর্তে তিনি ফিরলেন তাঁর ফিল্মমেকিং কেরিয়ারের শুরুর দিনে— আর সেই সময়ের সবচেয়ে মূল্যবান শিক্ষা যিনি দিয়েছিলেন, তিনি আর কেউ নন, শাহরুখ খান। তরুণ বললেন স্পষ্ট করে— “পরিচালনা বলতে আমরা যা বুঝি, সেটিং, ক্যামেরা—সেটা মাত্র ১% বাকি ৯৯% হল মানুষের ম্যানেজমেন্ট। এটা বলেছিলেন শাহরুখ খান, আর আমি সেটা জীবনের মন্ত্র করে নিয়েছি।”
‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কাল হো না হো’, ‘কভি আলবিদা না কহেনা’— শাহরুখ অভিনীত একাধিক ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন তরুণ। তিনি বলেন, “শাহরুখের সঙ্গে একটা দিনও এমন যায়নি যেখানে শুট বাকি থেকে গিয়েছে। শেডিউল অনুযায়ী সম্পূর্ণ দৃশ্যের শুট শেষ করেই ছাড়ত শাহরুখ। ওর মধ্যে আলাদা একটা একাগ্রতা রয়েছে।”
তিনি আরও যোগ করেন, “শাহরুখ কখনও শুধুই একজন তারকা নন। আমি দেখেছি ও নিজে চেয়ার তুলছে, শুটিংয়ের শেষে সেটের সব চেয়ার গুটিয়ে দিতে সাহায্য করছে, একজন সহকারী পরিচালকের মতো সেটে থাকে শাহরুখ।” তবে শুধু সেটেই নয়, কাজের ফাঁকে জোকস বলা, টিমকে উৎসাহ দেওয়া, ছোটখাটো কাজেও হাত লাগানো—এসবই শাহরুখের ব্যক্তিত্বের অঙ্গ বলেই মনে করেন তরুণ।
শাহরুখের শেখানো শিক্ষা নিয়েই এবার বড় পর্দায় ফিরছেন তরুণ মনসুখানি ‘হাউসফুল ৫’ নিয়ে— বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি। একেবারে তারকাময় কাস্ট— অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, নানা পাটেকর, ফারদিন খান, শ্রেয়াস তালপাড়ে, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, নিকিতিন ধীর—এ যেন রীতিমতো চাঁদের হাট।
‘হাউসফুল ৫’-এর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, আর বড়পর্দায় এই ছবি মুক্তি পাচ্ছে ৬ জুন।
