সংবাদ সংস্থা মুম্বই: যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগে ফের আলোচনায় ‘হোমবাউন্ড’–এর সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ। এবার তাঁর বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকার একটি নতুন ব্লগপোস্টে উঠে এল নৃশংস মানসিক, শারীরিক ও যৌন হেনস্থার করুণ চিত্র!

 

২০১৫ সালে ফেসবুকে প্রথমবার মুখ খুলেছিলেন তিনি। এবার আবার ফিরে এসে তিনি লেখেন, “মানুষের সত্যিটা জানার দরকার আছে।” ব্লগে উঠে আসে একের পর এক ভয়াবহ অভিজ্ঞতার কথা—প্রেমের নাম করে গোপনে পাসওয়ার্ড নেওয়া, জোর করে যৌন সম্পর্ক, শারীরিক আঘাত, এমনকি আত্মহত্যার হুমকি।

 

প্রাক্তন সঙ্গিনীর ভাষায়, ‘‘যেদিন জানতে পারি ও আমায় ঠকাচ্ছে, সেদিন আমাকে দেওয়াল আলমারির উপর জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। প্রতিবাদ করিনি, পুলিশ ডাকলেও চুপ করে ছিলাম।’’ সবচেয়ে ভয়ংকর ঘটনাটি ঘটে তাঁর জন্মদিনের সপ্তাহান্তে—তিনি লেখেন, ‘‘বিশদে যাব না। শুধু বলব, সেদিন ‘না’ বলে কোনও অপশন ছিল না। যদি ও আমার প্রেমিক না হতো, তবে এটাকে ধর্ষণ বলা যেত।’’

 

 

এই অভিযোগ সামনে আসতেই একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়ছেন প্রতীক। ধর্মা প্রোডাকশন জানিয়ে দিয়েছে, এই শিল্পী আর তাদের কোনও প্রোজেক্টে নেই। ইতিমধ্যেই প্রতীক বাদ পড়েছেন সৌরভ গাঙ্গুলির বায়োপিক থেকেও। ‘হোমবাউন্ড’ ছবির চিত্রগ্রাহক প্রতীক শাহ-এর বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন হয়রানি এবং হেনস্থার বিস্ফোরক অভিযোগ এনেছেন পরিচালক অভিনব সিং। সৌরভ গাঙ্গুলির বায়োপিকের প্রি-প্রোডাকশনে ইতিমধ্যেই লন্ডনে লোকেশন খোঁজার কাজ শুরু করে দিয়েছিলেন প্রতীক। দেশে ফিরতেই একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসে তাঁর বিরুদ্ধে।জানা গিয়েছে, তাঁকে ছেঁটে ফেলে নতুন সিনেমাটোগ্রাফার খোঁজার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে নির্মাতারা।

 

জানা গিয়েছে, এই অভিযোগ নতুন নয়। চার বছর আগেও এক তরুণী চিত্রগ্রাহক অভিযোগ করেছিলেন—নগ্ন ছবি চেয়ে বসেছিলেন প্রতীক শাহ! সেই সময় তিনি ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু এবার ফের পুরনো ছায়া ফিরে এল আরও ভয়ংকর রূপে। একাধিক নারী জানিয়েছেন, শাহের সঙ্গে কথোপকথন প্রায়শই এমন জায়গায় গিয়েছিল, যা নিছক ফ্লার্ট নয়—ছিল ‘যৌনগন্ধী’ এবং ‘অসংবেদনশীল’।

 

চিত্রগ্রাহক  হিসেবে কানের রেড কার্পেটে পা রাখা প্রতীক শাহ এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও জবাব দেননি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি।