প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী ও কন্টেন্ট ক্রিয়েটর বিকাশ জয়ারাম ফটক, যিনি ‘হিন্দুস্তানি ভাউ’ নামে বেশি পরিচিত, সম্প্রতি জয়া বচ্চনের এক মন্তব্যকে ঘিরে কড়া ভাষায় আক্রমণ করেছেন। পাপারাজ্জিদের উদ্দেশ্যে জয়ার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া জানান তিনি। জয়া বলেছিলেন, পাপারাজ্জিরা ‘ড্রেনপাইপের মতো টাইট, সস্তা প্যান্ট’ পরে ছবি তোলেন। এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, মুম্বইয়ের এক অনুষ্ঠানে প্রকাশ্যে জয়ার সমালোচনা করেন হিন্দুস্তানি ভাউ। সেখানে তিনি দাবি করেন, জয়া নিজে নাকি মাত্র ১৫০ টাকার শাড়ি পরেন এবং সেই সঙ্গে পাপারাজ্জিদের ‘গরিব’ বলে কটাক্ষ করেন। বক্তব্য দিতে গিয়ে তিনি ভুল করে জয়ার নাম ‘জয়া প্রদা’ বলেও উল্লেখ করেন, যা নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়।

‘হিন্দুস্তানি ভাউ’কে বলতে শোনা যায়, “ওনার নামটা কী? অমিতাভ বচ্চনের স্ত্রীর? জয়া প্রদা? না, জয়া বচ্চন। উনি নিজে চোর বাজার থেকে ১৫০ টাকার শাড়ি পরেন, আর তারপর এই লোকজনকে (পাপারাজ্জি) গরিব বলে, বলে কীভাবে নোংরা জামাকাপড় পরে আসে।”

এরপর আরও কড়া সুরে তিনি বলেন, “যাঁরা আপনাকে সম্মানই দেন না, তাঁদের পিছনে ছুটে যাওয়ার দরকার কী? আপনারা যদি ছবি তোলা বন্ধ করেন, তখনই এঁদের আসল জায়গাটা বোঝা যাবে। আপনাদের জন্যই এঁরা পরিচিত, নইলে এঁদের কেউ চিনতই না।”

পাপারাজ্জিদের উদ্দেশ্যে তিনি আবেদন জানান, যাঁরা তাঁদের অসম্মান করেন, তাঁদের কভার করা বন্ধ করতে। তিনি বলেন, “যেখানে সম্মান নেই, সেখানে যাওয়ার মানে কী? আমরা যারা আজ পরিচিত, সেটা আপনাদের জন্যই। আর যদি আমরাই আপনাদের সম্মান না করি, তাহলে ভাবার সময় এসেছে। আপনারা সেখানে যান কেন?”

এর আগে মুম্বইয়ের এক অনুষ্ঠানে সাংবাদিক এক কথোপকথনে জয়া বলেন,
“বাইরে যারা ড্রেনপাইপের মতো টাইট, সস্তা পোশাক পরে হাতে মোবাইল নিয়ে ঘোরে… শুধু মোবাইল আছে বলেই তারা মনে করে যাকে খুশি ছবি তুলতে পারে, যা খুশি বলতে পারে। এরা কী ধরনের মানুষ? কোথা থেকে আসে, কী শিক্ষা, কী ব্যাকগ্রাউন্ড। প্রশ্ন জাগে।”

এই মন্তব্যের পর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয়। তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত জয়া বচ্চনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।