সংবাদ সংস্থা মুম্বই: ‘সত্য’, ‘কৌন’, ‘শূল’—বলিউডে মনোজ বাজপেয়ী আর রাম গোপাল ভার্মা মানেই ক্লাসিক হিটের সিলমোহর। দুই দশকেরও বেশি সময় পরে আবার একসঙ্গে ফিরছেন তাঁরা, কিন্তু এবার আর গ্যাংস্টার বা থ্রিলার নয়—একেবারে হরর কমেডি নিয়ে! ছবির নামেই চমকের ইঙ্গিত —‘পুলিশ স্টেশন মেঁ ভূত’। আর সঙ্গে ছবির ট্যাগলাইন? “তুমি মৃতকে মারতে পার না!”

 

পুলিশও যখন ভূতে ভয় পায়! আরজিভি এক্স-এ নিজের হ্যান্ডেল থেকে লিখেছেন, “ভয় পেলে আমরা পুলিশে দৌড়াই, কিন্তু যখন পুলিশই ভয় পায়, তখন তারা কার কাছে যাবে?” এই প্রশ্নের উত্তরেই তৈরি হচ্ছে এই ছবি—এক ভয়াবহ এনকাউন্টারের পর এক থানার দখল নেয় ‘মৃত’ গ্যাংস্টারদের ভূত। শুরু হয় ভয় পেয়ে পুলিশের ছুটোছুটি! তারপর? তারপরের কথা লুকিয়ে আছে এই ছবিতে। 

 

?ref_src=twsrc%5Etfw">April 9, 2025

 

গ্যাংস্টার, হরর আর হিউমারের ককটেল হতে চলেছে —‘পুলিশ স্টেশন মেঁ ভূত’। এই প্রথম হরর-কমেডি ছবি বানাতে চলেছেন ‘রামু’ আর সঙ্গে মনোজ বাজপেয়ীর কমিক টাইমিং মানেই সোনায় সোহাগা। থাকছে উচ্চমানের ভিজ্যুয়াল এফেক্টস, রক্ত হিম করা আতঙ্কের ছোঁয়া আর তার সঙ্গে পেটে খিল ধরে যাওয়ার মতো মজা।

 

এই ছবি নিয়ে পরিচালক বললেন, “ 'সত্যা' আর 'রঙ্গীলা'-র পর নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এবার ফিরে আসছি অন্যরকম জঁর নিয়ে। ‘সিন্ডিকেট’ দিয়ে ফিউচারিস্টিক থ্রিলার শুরু করেছি। আর ‘পুলিশ স্টেশন মেঁ ভূত’ দিয়ে একটা সম্পূর্ণ অন্য ঘরানায় খেলতে নামছি।”

 

এইমুহূর্তে মনোজ বাজপেয়ী অবশ্য ব্যস্ত ‘সাইলেন্স ২’, ‘ডেসপ্যাচ’-এর মতো ছবি নিয়ে। কিন্তু এই হরর কমেডিতে  'ফ্যামিলি ম্যান' নায়কের পারফরম্যান্স দেখার জন্য আপাতত হায়দরাবাদ থেকে হরিদ্বার—সব জায়গার হিন্দিছবিপ্রেমী দর্শকের চোখ এখন রাম গোপালের এই ছবির দিকে।