২০১১ সালে নিশিকান্ত কামতের পরিচালনায় ফোর্স ছবিতে প্রথমবার ‘এ সি পি যশবর্ধন সিং’-এর চরিত্রে হাজির হয়েছিলেন জন আব্রাহাম। পুলিশ অফিসারের কঠিন, নির্ভীক অথচ আবেগী সেই চরিত্র দর্শকের মনে গেঁথে গিয়েছিল চিরকালের মতো। ছবিটি বক্স অফিসে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। পরে ২০১৬ সালে ‘ফোর্স ২’-তে সোনাক্ষী সিনহার সঙ্গে ফের একবার বন্দুক হাতে রূপালি পর্দায় ফিরেছিলেন জন। এবার দীর্ঘ সাত বছর পর ফের এক দারুণ খবর, ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনে নিয়ে ‘ফোর্স ৩’ বানাতে চলেছেন স্বয়ং জন আব্রাহাম নিজেই।
বলিউডে তৈরি হচ্ছে নতুন ‘ফোর্স’! ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এর সাফল্যের পর অভিনেতা হর্ষবর্ধন রানে যোগ দিলেন জন আব্রাহামের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফোর্স’-এর সঙ্গে। হর্ষ এবার ‘ফোর্স ৩’-এর অন্যতম মুখ্য ভূমিকায়, আর ছবির শুটিং শুরু হবে ২০২৬ সালের মার্চ মাসে।
বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন ছবি শেয়ার করেন অভিনেতা। ছবিতে দেখা যায়, নাসিকের কাছে বিখ্যাত ত্রিম্বাকেশ্বর মন্দিরে তিনি প্রার্থনায় মগ্ন। ছবির ক্যাপশনে হর্ষ লিখেছেন, “জন আব্রাহাম আমাকে বেছে নিয়েছেন ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যেতে। এই মুহূর্তে শুধু কৃতজ্ঞতা জানাতেই পারি এই দেবদূতসম মানুষটাকে। ছবির শুটিং শুরু মার্চে, ততদিন কিছু জানাব না।”

শোনা যাচ্ছে, জন আব্রাহামের প্রযোজনা সংস্থাতেই ‘ফোর্স ৩’ তৈরি হচ্ছে, আর এই ছবির জন্য হর্ষ পাচ্ছেন প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক। এক সূত্র জানিয়েছে, বর্তমানে হর্ষ নিজের অভিনয় ও জনপ্রিয়তা দিয়ে প্রযোজকদের আস্থা অর্জন করেছেন। বক্স অফিসেও সফল হয়েছেন। তিনিই এখন বলিউডের নতুন ‘সেফ বেট’। আরও এক সূত্র জানিয়েছে, এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, “জন আব্রাহাম ফোর্স ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে রিবুট করছেন। তিনি মনে করেন ‘এ সি পি যশবর্ধন সিং’ শুধু একটা চরিত্র নয়, বরং তাঁর কেরিয়ারের অন্যতম শক্তিশালী আইকন। সেই ভাবনা থেকেই ছবির খসড়া তৈরি করেছেন এবং ভবকে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন।” আর ভ ধুলিয়া নাকি নিজের টাচও যোগ করেছেন চিত্রনাট্যে। ফলে ‘ফোর্স ৩’ হতে চলেছে জনের টানটান অ্যাকশন স্টাইল আর ভাভের টানটান গল্প বলার এক অদ্ভুত মেলবন্ধন।
জন আর হর্ষের সম্পর্ক কিন্তু অনেক দিনের। মুম্বইয়ে পা রাখার পর ইন্ডাস্ট্রির প্রথম যে মানুষটির সঙ্গে হর্ষবর্ধনের দেখা হয়, তিনি জন আব্রাহাম। তারপর থেকেই তাঁদের মধ্যে এক বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রেই এবার জন যেন দায়িত্ব তুলে দিলেন নিজের প্রিয় জুনিয়রের হাতে।
তবে জনের চরিত্র পুরোপুরি হর্ষের হাতে যাবে কি না, না কি ‘ফোর্স ৩’-তে জন থাকবেন ‘মেন্টর’ হিসেবে, তা এখনই স্পষ্ট নয়। তবে এই জুটির কামব্যাক ঘিরে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা বলিউডে। আবার এও শোনা যাচ্ছে, ছবিতে খলনায়ক হিসেবেও হাজির হতে পারেন হর্ষবর্ধন। ‘ফোর্স ৩’ পরিচালনা করবেন ভব ধুলিয়া, যিনি ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজ পরিচালনা করেছেন। জানা গিয়েছে, ছবির শুট শুরু হবে ফেব্রুয়ারি ২০২৬-এ, আর এটিই হবে হর্ষবর্ধনের ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এর পর প্রথম বড় প্রজেক্ট।
‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ বক্স অফিসে হর্ষকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রথম দিনেই বক্স অফিসে ১০ কোটি টাকার ওপেনিং, এরপর প্রথম সপ্তাহে প্রায় ৫৮ কোটি টাকার ব্যবসা। এমন সাফল্যের পর এই ‘ফোর্স ৩’ অধ্যায় যেন তাঁর কেরিয়ারের পরবর্তী ধাপে রীতিমতো বড় বিস্ফোরণ হতে চলেছে!
অ্যাকশন হিরো জন আব্রাহামের কেরিয়ারে ‘ফোর্স’ সিরিজের গুরুত্ব অপরিসীম। এবার তিনি নিজেই হাতে তুলে নিলেন ফ্র্যাঞ্চাইজির রাশ, তাই প্রত্যাশা আরও আকাশছোঁয়া। ‘ফোর্স ৩’ যে নিছক আরেকটি অ্যাকশন সিনেমা নয়, বরং জনের ব্যক্তিগত স্বপ্নের প্রকল্প, তা বলাই বাহুল্য। নতুন নায়ক, নতুন খলনায়ক, নতুন পরিচালনা, আর পুরোনো চরিত্র যশবর্ধন সিং-সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক দুর্দান্ত টক্কর।
