রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দল। রাষ্ট্রপতি দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের সঙ্গে দীর্ঘ কথোপকথন এবং ট্রফি হাতে ছবিও তোলেন তিনি।
2
6
তিনি জানান, বিশ্বকাপ জিতে এক নতুন ইতিহাস রচনা করেছেন ভারতের মহিলারা। দেশের প্রতিটি প্রান্তে এবং বিদেশে বসবাসকারী কোটি কোটি ভারতীয় মেতে উঠেছে জয়ের আনন্দে।
3
6
রাষ্ট্রপতি বলেন, এই দলই আসলে ভারতের প্রতিচ্ছবি। তারা বিভিন্ন অঞ্চল, সমাজ এবং পরিস্থিতি থেকে এসেও একত্রিত হয়েছেন টিম ইন্ডিয়া’-র অধীনে। এই দলই দেখিয়েছে ভারতের প্রকৃত রূপ, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য।
4
6
তিনি আরও বলেন, সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের টুর্নামেন্টে অপরাজিত থাকা অস্ট্রেলিয়াকে হারানো গোটা দেশের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। রাষ্ট্রপতি মুর্মু বলেন, ‘আপনারা এখন নতুন প্রজন্মের রোল মডেল।’ বিশেষ করে দেশের মেয়েদের জন্য এই জয় এক বিশাল প্রেরণা হয়ে উঠবে।
5
6
তিনি বলেন, দলের সদস্যরা নিশ্চয়ই জয়ের পথে অনেক ওঠানামা অনুভব করেছেন। অনেক সময় হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। তিনি উল্লেখ করেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর থেকেই দেশের মানুষ বিশ্বাস করেছিল, সব প্রতিকূলতা কাটিয়ে মেয়েরা জয় ছিনিয়ে আনবেই।
6
6
রাষ্ট্রপতি বলেন, কঠোর পরিশ্রম, দক্ষতা, অদম্য ইচ্ছাশক্তি এবং পরিবারের সদস্য ও দেশবাসীর ভালবাসাই এই সাফল্যের মূল চাবিকাঠি। দলের কোচ, বোলিং ও ফিল্ডিং কোচ, এবং সাপোর্ট স্টাফদেরও আন্তরিকভাবে প্রশংসা করেন তিনি।