আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্ট দলে কামব্যাক করলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন। যার জেরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এশিয়া কাপ, এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি ঋষভ।


তবে টেস্ট সিরিজ শুরুর আগে ভারত ‘‌এ’‌ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘‌এ’‌ দলের বিরুদ্ধে খেলতে দেখা যায় ঋষভকে। তিনিই ছিলেন অধিনায়ক। রানও করেছেন। ফিটনেসের পাশাপাশি ব্যাটেও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। আর তাই নির্বাচকরাও দেরি করলেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ফিরলেন এই উইকেটরক্ষক–ব্যাটার। আর শুধু ফেরা নয়, ইংল্যান্ড সিরিজের মতো একেবারে সহ অধিনায়ক হিসেবেই ফিরলেন। এর আগে ঋষভের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন রবীন্দ্র জাদেজা। দলে ফিরলেন বাংলার আকাশদীপও। পন্থ ফেরায় বাদ গিয়েছেন নারায়ণ জগদীশন। চোট সারিয়ে ফিরেছেন আকাশদীপ। বাদ পড়েছেন প্রসিধ কৃষ্ণা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে এই দু’টিই বদল হয়েছে।


১৪ নভেম্বর থেকে শুরু হবে দুই টেস্টের সিরিজ। প্রথমটি কলকাতার ইডেন গার্ডেনসে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে।


টেস্ট সিরিজের ১৫ জনের দলটা এরকম: শুভমান গিল (‌অধিনায়ক)‌, ঋষভ পন্থ (‌সহ অধিনায়ক)‌, যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশদীপ। ‌ 


প্রসঙ্গত, রঞ্জির প্রথম দুই ম্যাচে ১৫ উইকেট পেলেও টেস্ট দলে ফেরানো হল না সামিকে। এর অর্থ এখন অনেকটাই পরিস্কার। জাতীয় দলের জন্য নির্বাচকরা বা গৌতম গম্ভীররা সামির কথা আর হয়ত ভাবতে চাইছেন না। 


দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে আছেন ধ্রুব জুরেল। বাংলার অভিমন্যু ঈশ্বরনের দলে জায়গা হল না। স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে আছেন কুলদীপ যাদব। আর স্পিনার–অলরাউন্ডার হিসেবে দলে আছেন জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল। তিন পেসার বুমরা, সিরাজ ও আকাশদীপ। পেসার–অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। তবে উল্লেখযোগ্যভাবে দলে আছেন সাই সুদর্শন। যিনি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সিরিজে নিজের নামের প্রতি অতটা সুবিচার করতে পারেননি। তাছাড়া সরফরাজ খানের কথাও যে নির্বাচকরা ভাবছেন না সেটাও একপ্রকার স্পষ্ট হয়ে গেল।