আজকাল ওয়েবডেস্ক: ব্যর্থ গেরুয়া ম্যাজিক, জেএনইউ-তে ফের উড়ল লাল আবির। ছাত্র সংসদের কেন্দ্রীয় চারটি পদেই বামপন্থীদের জয়জয়কার। সংদের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে জিতেছেন বাম ছাত্র সংগঠনগুলির জোট 'লেফট ইউনিটি'র প্রার্থীরা।
একনজরে কে কোন পদে জয়ী:
- সভাপতি পদে অদিতি মিশ্র (লেফট ইউনাইটেড),
- সহ-সভাপতি পদে কে গোপিকা (লেফট ইউনাইটেড),
- সাধারণ সম্পাদক পদে সুনীল যাদব (লেফট ইউনাইটেড),
- যুগ্ম সম্পাদক পদে দানিশ (লেফট ইউনাইটেড)
তবে, কাউন্সিলর পদে জয় পেয়েছেন এবিভিপি'র প্রার্থীরা। ৪৭টি পদের মধ্যে বেশ কয়েকটিতে গেরুয়া প্রার্থীরা জয়লাভ করেছেন।
এই বছরের জেএনইউ-তে নির্বাচন ৪ঠা নভেম্বর অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু হয়। ৬ তারিখ বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এই বছর বিশ্ববিদ্যালয়ে মোট ৯,০৪৩ জন ছাত্র ভোটার ছিলেন। তবে, মোট ভোটার উপস্থিতি ছিল ৬৭ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা কম।
এবিভিপি'র হয়ে সভাপতি পদে বিকাশ প্যাটেল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সহ-সভাপতি পদে তানিয়া কুমারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাধারণ সম্পাদক পদে এবিভিপির প্রার্থী ছিলেন রাজেশ্বর কান্ত দুবে এবং যুগ্ম সম্পাদক পদে অনুজ। অন্যান্য সংগঠনগুলিও এই নির্বাচনে প্রার্থী দিয়েছিল। তবে, মূল প্রতিযোগিতা ছিল বাম দলগুলির জোট এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে।
‘লেফট ইউনিটি’ মূলত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA), স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI), ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডারেশন (DSF)-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের যৌথ মঞ্চ। , এই ফলাফল ফের প্রমাণ করল— ছাত্র রাজনীতিতে এখনও শক্ত ভিত রেখে চলেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি।
এই ফলাফল ফের প্রমাণ করল, ছাত্র রাজনীতিতে এখনও শক্ত ভিত রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলির।
চলতি বছর, জেএনইউ ছাত্র ইউনিয়ন নির্বাচন কমিটি একটি অফিসিয়াল ওয়েবসাইট করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ফলাফল এবং অন্যান্য অফিসিয়াল তথ্য অ্যাক্সেস করতে পারেন।
