২০২০ সালের ভোট এবং ঠিক পাঁচ বছরের মাথায় ২০২৫ সালের ভোট। দুই ভোটের মাঝে এসআইআর হয়েছে বিহারে। এসআইআর বিহার ভোটে কতটা প্রভাব ফেলবে? আদেউ ফেলবে কি না, তার কিছুটা পরীক্ষা হয়ে গিয়েছে আজ।
2
6
বৃহস্পতিবার বিহারে ১২১ আসনে নির্বাচন হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ৬০.১৩% ভোট পড়েছে। তথ্য, ভোটের হার ছাপিয়ে গিয়েছে ২০২০ সালের প্রথম দফার ভোটের হারকে। বেগুসরাইয়ে সর্বোচ্চ ভোট পড়েছে ৬৭.৩২ শতাংশ।
3
6
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তাঁর উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, আরজেডির লালু যাদব এবং তেজস্বী যাদব এবং এলজেপির চিরাগ পাসওয়ান-সহ শীর্ষ নেতারা তাদের ভোট দিয়েছেন।
4
6
সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে হিন্দিতে লেখেন, ‘গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন।’ ও
5
6
রাঘোপুর থেকে ভোটে দাঁড়ানো লালু–পুত্র তেজস্বী যাদবের বার্তা, ‘আপনার ভোট বিহারের উন্নতির পথকে প্রশস্ত করবে। আগে ভোট। অন্য কাজ কিছু সময় পরেও করা যেতে পারে।’ ভোট দিয়ে বেরিয়ে লালু–পুত্র আরও জানান, তিনি ব
6
6
ভোটের দিন, সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছিল। বেলা গড়াতেই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিহারের উপ-মুখ্যমন্ত্রী এবং গেরুয়া শিবিরের প্রার্থী বিজয় কুমার সিনহার গাড়ি ঘিরে ফেলে চপ্পল এবং পাথর ছোড়ার