উত্তরপ্রদেশের পিলিভিটে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানকার এক তরুণী বিধবার সাহায্যের আর্তনাদ গোটা গ্রামকে কাঁপিয়ে দিয়েছে। দু’মাস আগে স্বামীকে হারানো ওই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে।
2
7
তরুণীর অভিযোগ, ২৭ অক্টোবর সন্ধ্যায় রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোক তাঁর বাড়িতে ঢুকে পড়ে। তরুণী জানিয়েছেন যে, কিশোরটি তাঁকে বলপূর্বক মাটিতে চেপে ধরে তাঁর পোশাক খুলে ফেলার চেষ্টা করেছিল।
3
7
এহেন আচরণের পর চিৎকার করতে শুরু করেন ওই তরুণী। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়ে যান। কয়েকজন প্রতিবেশী ছুটে এসে ছেলেটিকে ধরে ফেলে, কিন্তু পুলিশ আসার আগেই সে কোনওভাবে পালিয়ে যেতে সক্ষম হয়।
4
7
মহিলাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে যান। অভিযোগ, স্থানীয় থানা প্রথমে তাঁর মামলা নথিভুক্ত করতে রাজি হয়নি। তাঁর অভিযোগে বলা হয়েছে, “২৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে, ওই গ্রামের বাসিন্দা অভিযুক্ত কিশোর ঘরে ঢুকে আমাকে মাটিতে চেপে ধরে আমার কাপড় খুলতে শুরু করে।”
5
7
পিলিভিটের এসএসপি অভিষেক যাদবের কাছে বিষয়টি পৌঁছানোর পরই অবশেষে একটি এফআইআর দায়ের করা হয়। এসএসপি স্থানীয় থানাকে বিলম্ব না করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযুক্তকে এখনও আটক করা হয়নি এবং এখনও সে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তরুণী আরও অভিযোগ করেছেন যে, মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে অভিযুক্তের পরিবারের তরফ থেকে। এমনকি তাঁকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
6
7
স্থানীয় সূত্রে খবর, স্বামীর মৃত্যুর পর থেকে মহিলাটি তাঁর বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী একজন ক্ষুদ্র কৃষক ছিলেন। গত বছর একটি সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু। তারপর থেকে তরুণীকে সবকিছু একা সামলাতে হচ্ছে। তাঁর বাবা-মা উত্তরাখণ্ডে কাজ করেন। ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না।
7
7
এসএইচও প্রকাশ সিং নিশ্চিত করেছেন যে মামলাটি গুরুতর বিএনএস ধারায় নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে যৌন হয়রানি, অপরাধমূলক বলপ্রয়োগ, বাড়িতে অনুপ্রবেশ এবং ভয় দেখানো। তিনি আরও জানান, বৃহস্পতিবার জব