সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে গোবিন্দা

হাসপাতালে চিকিৎসাধীন ধর্মেন্দ্র। যদিও ১০ নভেম্বর রাত থেকে একাধিকবার অভিনেতার ভুয়ো মৃত্যু খবর রটেছে, তবে মঙ্গলবার সকালে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে বর্ষীয়ান অভিনেতার অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সোমবার গভীর রাতে হাসপাতালে তাঁকে দেখতে আসেন গোবিন্দা। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিজেই গাড়ি চালিয়ে ঢোকেন তিনি। সেই সময়ই ক্যামেরাবন্দী হন। এদিন কেবল গোবিন্দা নন, সলমন খান, শাহরুখ খান, আরিয়ান খানও এসেছিলেন বর্ষীয়ান অভিনেতাকে দেখতে। রাতে গম্ভীর মুখে হাসপাতালে ঢুকতে দেখা যায় ধর্মেন্দ্র-পুত্র সানি দেওল। গভীর রাতে এভাবে একের পর এক তারকাকে অভিনেতাকে দেখতে হাসপাতালে আসার কারণে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। যদিও মঙ্গলবার সকালেই হেমা মালিনী এবং এষা দেওল বিবৃতি দিয়ে জানিয়েছেন যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র। 

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ বলিউডের

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক, আহত ২০ জনের বেশি। এই ঘটনার পরই সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন রবিনা টন্ডন, সোনু সুদ, বিজয়, ঋদ্ধিমা কুমার সাহানিরা। রবিনা এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, 'দিল্লি বিস্ফোরণে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারালেন তাঁদের প্রতি সমবেদনা রইল। ভয়াবহ খবর।' সোনু সুদ লেখেন, 'দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণে যাঁরা প্রভাবিত হয়েছেন তাঁদের সকলের পাশে রয়েছে। ভিকটিমদের পাশে থাকা প্রয়োজন এই সময়। তাঁদের সাহায্য করা উচিত। শান্তির পথে থাকা উচিত।' ঋদ্ধিমা কুমার সাহানি এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে শোকপ্রকাশ করেন। লেখেন, 'যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারালেন, তাঁদের জন্য প্রার্থনা রইল। লালকেল্লা বিস্ফোরণে গভীরভাবে শোকাহত। দোষীরা যেন দ্রুত ধরা পড়ে এবং কঠিনতম শাস্তি হয় তাঁদের।' 

'মহাবতার' হতে সত্যিই মদ-মাংস ছাড়লেন ভিকি?

অমর কৌশিকের ছবি 'মহাবতার'-এ দেখা যাবে ভিকি কৌশলকে। আর এই ছবির জন্যই নাকি মদ, মাংস ত্যাগ করতে চলেছেন অভিনেতা। সদ্যই এমন খবর রটে যায়। কিন্তু বিষয়টি কি আদৌ সঠিক? এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ ছবির পরিচালক। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে এমন কিছুই করছেন না ভিকি। অমর কৌশিকের কথায়, 'কোথা থেকে, কীভাবে যে এসব খবর প্রকাশ্যে আসে। দয়া করে এগুলো বন্ধ করো। যখন আমরা বলব তখনই বিশ্বাস করো।' প্রসঙ্গত কিছুদিন আগেই জানা গিয়েছিল যে ভিকি কৌশল তাঁর এই আগামী ছবির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। যদিও সত্যিই পিতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। চলতি মাসের গোড়ার দিকে তাঁর এবং ক্যাটরিনার সংসারে এসেছে নতুন সদস্য। ৭ নভেম্বর ভূমিষ্ট হয়েছে ভিকি কৌশলের ছেলে।