সংবাদসংস্থা মুম্বই: সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরকার আমাল বলিউডের অন্দরের গোপন কেচ্ছা ফাঁস করেন। তাঁর কথায় উঠে আসে স্বজনপোষণের দিকও। তাঁর বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, সুশান্ত সিং রাজপুতের যে পরিণতি হয়েছিল, কার্তিক আরিয়ানেরও একই পরিণতি করার চেষ্টা করেন অনেকে।
ব্যাস! আমাদের এই মন্তব্য ঘিরেই জল্পনার সূত্রপাত। এবার একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে এই মন্তব্যের রেশ। ওই শো-এর সঞ্চালক গৌরব ঠাকুরের কাছে পর্বটি মুছে ফেলার দাবি জানানো হচ্ছে। এমনকী ভয়ঙ্কর হুমকিও পাচ্ছেন সঞ্চালক। সম্প্রতি এই কথা নিজেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এনেছেন গৌরব।
ওই সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন আমাল?
আমাল বলেন, "সুশান্ত সিং রাজপুতের মতো একজন প্রতিভাবান অভিনেতার কী পরিণতি করল বলিউড, তা তো সবার চোখের সামনেই আছে। যদিও অনেকে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে দাগিয়ে দিয়েছেন। তবুও রহস্য তো থেকেই যায়। শেষ পর্যন্ত সুশান্ত তো আর ফিরবে না। আসলে ওঁর এগিয়ে যাওয়াটা অনেকের সহ্য হচ্ছিল না।"
আমালের কথায়, "ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে এত ভাল কাজ করছিল তাই এই পরিণতি হল সুশান্তের। ওঁর মতোই একই পরিণতি হতে পারত কার্তিক আরিয়ানের। ওঁর পিছনেও চক্রান্ত কম হয় না। কিন্তু কার্তিকের সঙ্গে ওঁর বাবা-মা আছেন, ওঁর জোর আছে, তাই ওঁর সঙ্গে অনেকেই পেরে ওঠে না। নয়তো ওঁর হালও এতদিনে খারাপ করে দিত বলিউডের কিছু লোক।"
শো-এর সঞ্চালক গৌরব হুমকির কথা উল্লেখ করে জানান, আমালের এই কথা পুরোপুরি তাৎক্ষণিক। এটি একেবারেই পূর্ব পরিকল্পিত নয়। এমনকী এর সঙ্গে কার্তিক আরিয়ানের জনসংযোগ টিমের কোনও যোগাযোগও নেই। তাই তিনি জোর দিয়ে জানান যে আমালের সাক্ষাৎকারের পর্বটি কোনওভাবেই সরানো হবে না।
