সংবাদ সংস্থা মুম্বই: শুধু সিনেমার পর্দা নয়, শাহরুখ খান ও জয়া বচ্চনের বন্ধন ছড়িয়ে রয়েছে হৃদয়ের অনেক গভীরে। এতটাই নিবিড় যে শাহরুখের ছোট ছেলে আব্রাম নাকি ভাবেন অমিতাভ বচ্চনই তাঁর ‘দাদাজি’!
তবে সব সময় যে সম্পর্ক নিখুঁত ছিল, তা নয়। ২০০৮ সালের ক্যাটরিনা কইফের সেই কুখ্যাত জন্মদিনের পার্টি—যেখানে সলমন ও শাহরুখের মধ্যে হয়েছিল ততোধিক কুখ্যাত ঝগড়া। নিন্দুকেরা বলে, তা গড়িয়েছিল হাতাহাতি পর্যন্ত। এবং ঠিক সেই সময়ে শাহরুখ নাকি কিছু ব্যক্তিগত মন্তব্য করেছিলেন সলমনের প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্যকে নিয়ে, যা কানে আসামাত্রই ভালভাবে নেয়নি বচ্চন পরিবার। প্রসঙ্গত, শাহরুখের সঙ্গে ঐশ্বর্য-রও সম্পর্ক একটা সময় মোটেই ভাল ছিল না। উল্লেখ করা যাক সেই সময়ের কথা যখন ঐশ্বর্যকে ‘চলতে চলতে’, ‘বীর জারা’-র মতো একাধিক প্রকল্প থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল শাহরুখ খানের বিরুদ্ধে। আর এর পিছনে নাকি ছিল ঐশ্বর্যার সঙ্গে সলমনের তৎকালীন সম্পর্ক ও তার প্রভাব।
পরে এক সাক্ষাৎকারে জয়া বচ্চন অকপটে বলেন, তিনি শাহরুখের কথায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন। তবে তাতে তাঁদের আত্মিক সংযোগে ফাটল ধরেনি। তিনি বলেন, “আমি শাহরুখকে খুব ভালবাসি। ও আমার আত্মার সঙ্গে জড়িয়ে।” জয়া আরও যোগ করেন, “তবে সেই সময়ে ও যদি আমার বাড়িতে থাকত, আমি ওকে কষিয়ে এক থাপ্পড় মারতাম—যেভাবে নিজের ছেলেকে মারি।”
তবে তাঁদের পরিবারের সঙ্গে বরাবর-ই শাহরুখের ভালবাসা ছিল অটুট। জয়া জানিয়েছিলেন, কীভাবে অভিষেক নিজে ফোন করে শাহরুখকে ‘দ্রোণ’ ছবির প্রিমিয়ারে আসতে বলেছিলেন, আর ‘কিং খান’-ও সানন্দে রাজিও হয়ে গিয়েছিলেন ওই প্রস্তাবে।
