আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে হচ্ছে ৪৮। সব অর্থেই আসন্ন ফুটবল বিশ্বকাপ হতে চলেছে বিশালাকায়।
পুরস্কার মূল্যের অঙ্কেও তা ছাড়িয়ে যাচ্ছে অন্যান্য বিশ্বকাপের প্রাইজ মানির অঙ্ককে।
আসন্ন বিশ্বকাপের পুরস্কার মূল্য বেড়ে গিয়েছে অনেকটাই।
২০২৬ বিশ্বকাপের বল গড়াবে ১১ জুন। চলবে ১৯ জুলাই পর্যন্ত।
এই মেগা টুর্নামন্টে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫২ কোটি টাকা।
গতবারের থেকেও এই অর্থের অঙ্ক অনেক বেশি।
২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়নের প্রাইজ মানি ছিল ৪২ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭৯ কোটি টাকা। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৩৮ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩৪৩ কোটি টাকা।
বিশ্বকাপের রানার্স দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ২৯৮.৩ কোটি টাকা।
তৃতীয় স্থানাধিকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ২৬২.২ কোটি টাকা।
চতুর্থ স্থানাধিকারী দল পাবে ২৭ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৪৪.১ কোটি টাকা।
কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া প্রত্যেকটি দল পাবে ১৯ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭১.৮ কোটি টাকা।
আবার রাউন্ড অফ ১৬ থেকে ছিটকে যাওয়া প্রতিটি দলের পকেটে ঢুকবে ১৫ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩৫.৬ কোটি। অন্যদিকে রাউন্ড অফ ৩২ থেকে বিদায় নেওয়া প্রতিটি দলের কোষাগারে যাবে ১১ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৯৪.৫১ কোটি টাকা। আবার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া প্রতিটি দল পাবে প্রায় ৮২ কোটি টাকা।
