নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুরে হাসপাতাল থেকে ছুটি পেলেন সৃজিত মুখোপাধ্যায়। গত শনিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার ছুটি দেওয়ার কথা । শুক্রবার মাঝরাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে। জানা গিয়েছিল, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের।পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সে রাতেই বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো হয় তাঁর।
এরপর চিকিৎসকরা জানিয়েছিলেন, সৃজিত ভুগছেন ‘জিইআরডি’ (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ) নামক একটি হজমজনিত রোগে। এই অসুখে গলা ও বুক জ্বালা করে এবং শ্বাসকষ্টও হতে পারে। এই উপসর্গগুলি অনেক সময় হৃদরোগের মতোই মনে হয়। সৃজিত ছিলেন চিকিৎসক শুভানন রায়ের তত্ত্বাবধানে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আর এদিন সকাল হতেই বাড়ি ফিরলেন পরিচালক।
হাসপাতাল থেকে ছুটি পেয়েই নিজের শারীরিক অবস্থার কথা সৃজিত সমাজমাধ্যমে জানালেন তাঁর অতিপরিচিত ছন্দে। পানিং এবং ধারালো শব্দের জুটিতে - “আমার অসুস্থতার খবর পাওয়ার পর সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, ভালোবাসা ও প্রার্থনা পাঠিয়েছেন, সত্যিই মন ছুঁয়ে গেছে। আমার হৃদযন্ত্রের ধমনি হয়তো বেশ পুরু হয়ে গেছে, কিন্তু আপনাদের ভালবাসায় ভরে গেছে। রক্ত পাতলা করার ওষুধও যেন এই ভালোবাসার ঢেউকে কমাতে না পারে!”
আপাতত তাঁকে বেশকিছু খাদ্যনিয়ম এবং জীবনযাত্রায় পরিবর্তন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেকথার ইঙ্গিতও নিজের পোস্টে দিয়েছেন ‘কিলবিল সোসাইটি’র পরিচালক।
