নিজস্ব সংবাদদাতা: লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-এর আসন্ন ধারাবাহিকের নায়িকা হয়ে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস। 

 


লীনা গঙ্গোপাধ্যায়ের  হাত ধরে আসছে এক অন্যরকম প্রেম কাহিনি।‌ ধারাবাহিকের নাম 'চিরসখা'। গল্পের মুখ্য চরিত্রে থাকছেন অপরাজিতা। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে। এছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, লাভলি মৈত্র, রেশমি সেন, চন্দন সেন, ঐশী ভট্টাচার্য, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি, মালবিকা সেন, রাজা গোস্বামীর মতো তারকাদের।

 


সম্প্রতি, সামনে এল ধারাবাহিকের প্রথম প্রোমো। প্রথম ঝলকেই বাজিমাত অপরাজিতা-সুদীপের। দেখা যাচ্ছে, বহুদিন আগেই স্বামীকে হারিয়েছেন অপরাজিতা। তারপর থেকেই সুদীপ পরিবারের একজন হয়ে উঠেছে। সম্পর্কে অপরাজিতার মৃত স্বামীর বন্ধু তিনি আর বাড়ির ছোটদের কাছে 'কাকা'। কিন্তু তাঁর সঙ্গে কী সম্পর্ক অপরাজিতার?

 


প্রোমোয় অভিনেত্রীকে বলতে শোনা যায়, "রক্তের সম্পর্ক না থাকলে আপনজন হওয়া যায় না, তা একেবারেই ভুল কথা। স্বামীকে হারানোর পর কোনও আপনজন পাশে দাঁড়ায়নি, কিন্তু ও দাঁড়িয়েছিল। তাই সবচেয়ে আপন বোধহয় সেই।" ধারাবাহিকের প্রথম প্রোমোয় স্পষ্ট, এক না বলা ভালবাসার গল্প বলতে আসছে এই ধারাবাহিক। কিন্তু টিআরপি তালিকায় কতটা জায়গা করে নিতে পারে 'চিরসখা', এখন সেটাই দেখার।