সংবাদসংস্থা মুম্বই: সম্প্রতি বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ডিজাইনার শান্তনু এবং নিখিলের ফ্যাশন শোয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। ৭০-এর দশকের থিমে নজর কেড়েছেন তিনি দর্শকের। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অভিনেতার লুক। কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ওই শোয়ে এক মডেলের সঙ্গে সিদ্ধার্থের ঘনিষ্ঠ মুহূর্ত। 

ভাইরাল হওয়া ভিডিওগুলির একটিতে, একটি ঝলমলে গাউন পরিহিত একজন মডেলকে র‍্যাম্পে হাঁটার সময় সিদ্ধার্থকে তাঁর কাছে টেনে নিতে দেখা যায়। মঞ্চে তাঁদের রসায়ন দেখে অনুরাগীরা চমকে উঠেছেন। সিদ্ধার্থের স্ত্রী কিয়ারা এই বিষয়ে জানেন কিনা, নেট মাধ্যমে উঠে এসেছে এমন প্রশ্নও। সিদ্ধার্থের সঙ্গে ওই রহস্যময়ী মডেলের ঘনিষ্ঠতা বাঁকা চোখে দেখেছেন সিড-কিয়ারার অনুরাগীরা। 

তাঁরা ওই ভিডিওর মন্তব্যে কিয়ারাকে বারবার উল্লেখ করেছেন যাতে দম্পতির মাঝে কোনও তৃতীয় ব্যক্তি না এসে পড়ে। যদিও তারকা দম্পতিদের ক্ষেত্রে এই বিষয় একেবারেই নতুন না। আগেও, ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তি দিমরির 'ব্যাড নিউজ'-এ ঘনিষ্ট মুহূর্ত দেখে ক্যাটরিনার প্রসঙ্গ তুলে এনেছিলেন নেটিজেনরা। তেমনই আবার দীপিকা পাডুকোনকে 'পাঠান' ছবিতে দেখার পর, রণবীর সিং -এর উপস্থিতি নিয়েও উঠেছিল প্রশ্ন। এবার এই তালিকা থেকে বাদ গেলেন না সিড-কিয়ারা। যদিও নেটিজেনদের বক্তব্যে এখনও পর্যন্ত মুখ খোলেননি কিয়ারা আদবানি।