সংবাদসংস্থা মুম্বই: ২০০৪ সালে প্রথমবার পর্দায় জুটি বেঁধে হাজির হয়েছিলেন ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত। হইচই ফেলা দেওয়া জুটিকে আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি। শোনা গিয়েছিল, শুটিং চলাকালীনই ঝামেলা বাঁধে এই দু'জনের। এবং ক্রমশঃ তা অবনতির ঢালেই গড়িয়েছে। কোনও অনুষ্ঠান কিংবা টক শোতে একে ওপরের প্রসঙ্গে হয় শীতল মনোভাব দেখিয়েছেন অথবা শ্লেষ মাখানো মন্তব্য ছুঁড়েছেন। তবে দু'দশক প্রথম সম্প্রতি সেই ছবিটা বদলেছে। কিছুদিন আগে এক অনুষ্ঠানে হঠাৎ মুখোমুখি দেখা হয়ে যায় 'মার্ডার' জুটির। দেখামাত্রই দু'জন দু'জনকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন। হাসিমুখে কথাবার্তাও বলতে দেখা যায় তাঁদের। শুধু তাই নয়, ছবিশিকারিদের অনুরোধে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন তাঁরা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ইমরান হাশমি। এই প্রথম প্রকাশ্যে তাঁদের দীর্ঘ বছর ধরে চলে আসা 'শত্রুতা' নিয়ে বললেন কথা।
এক সাক্ষাৎকারে ইমরানের বলেন, "সেই সময় মল্লিকা ও আমার, দু'জনেরই কম বয়স ছিল। বেশ বোকা ছিলাম আমরা। ওই বয়সটাই এমন ছিল যে বেশি কিছু না ভেবে চটপট কোনও কিছু করে ফেলতাম। যখন যেটা মনে হতো করতাম। মল্লিকা ও আমি দু'জনেই পরস্পরের সম্পর্কে এমন কিছু কথা বলেছিলাম যা বলাটা উচিত হয়নি। এরপর আমরা দু'জনেই অনেকটা সময় পেরিয়ে এসেছি। প্রায় ২০ বছর! আমরা সেসব নিয়ে আর মাথা ঘামাই না। বহু বছর পর মল্লিকার সঙ্গে সেদিন যখন দেখা হল, ভীষণ ভাল লাগল। ওঁরও তাই। সেইজন্যই তো কথা বললাম, পরস্পরকে জড়িয়ে ধরেছিলাম আমরা"।
এক সাক্ষাৎকারে ইমরানের বলেন, "সেই সময় মল্লিকা ও আমার, দু'জনেরই কম বয়স ছিল। বেশ বোকা ছিলাম আমরা। ওই বয়সটাই এমন ছিল যে বেশি কিছু না ভেবে চটপট কোনও কিছু করে ফেলতাম। যখন যেটা মনে হতো করতাম। মল্লিকা ও আমি দু'জনেই পরস্পরের সম্পর্কে এমন কিছু কথা বলেছিলাম যা বলাটা উচিত হয়নি। এরপর আমরা দু'জনেই অনেকটা সময় পেরিয়ে এসেছি। প্রায় ২০ বছর! আমরা সেসব নিয়ে আর মাথা ঘামাই না। বহু বছর পর মল্লিকার সঙ্গে সেদিন যখন দেখা হল, ভীষণ ভাল লাগল। ওঁরও তাই। সেইজন্যই তো কথা বললাম, পরস্পরকে জড়িয়ে ধরেছিলাম আমরা"।
