ইমরান হাশমি ও দিশা পাটানি অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি 'আওয়ারা পান ২'-এর শুটিং সেটে বিপত্তি। রাজস্থানে শুটিং চলাকালীন বেশ কিছু গোপন ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে প্রযোজনা সংস্থা। এই ঘটনার পর শুটিং সেটে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর।
মূলত স্থানীয়দের ক্যামেরায় ধরা পড়ে যায় ইমরান হাশমির ছবির একদম নতুন একটি লুক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় অনুরাগী মহলে। জানা গিয়েছে, রাজস্থানের একটি বাড়ির ছাদে দৃশ্যধারণ চলাকালীন কিছু স্থানীয় যুবক লুকিয়ে ভিডিও করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। এই লিকেজের ফলে ছবির নির্মাতারা চরম অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ তাঁরা চেয়েছিলেন ছবির আসল চমকটি টিজার বা ট্রেলারের জন্য জমিয়ে রাখতে।
এই ঘটনার পরপরই শুটিং সেটে মোবাইল ফোনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্রু মেম্বার থেকে শুরু করে কলাকুশলী—কারওরই স্মার্টফোন নিয়ে সেটে প্রবেশের অনুমতি নেই। এমনকী নির্দিষ্ট কিছু এলাকাকে সাধারণ মানুষের জন্য একেবারেই নিষিদ্ধ বা 'নো গো জোন' ঘোষণা করা হয়েছে। স্থানীয় পুলিশের সহায়তায় কঠোর ঘেরাটোপের মধ্যে এখন কাজ চলছে। প্রযোজনা সংস্থা চাইছে নির্ধারিত সময়ের আগেই রাজস্থান শিডিউল শেষ করে ফিরে আসতে।
শুধুমাত্র ছবি ফাঁসের ঘটনাই নয়, 'আওয়ারাপান ২' নিয়ে আরও একটি বিতর্ক মাথাচাড়া দিয়েছে। গুঞ্জন ছড়িয়েছে যে, ছবির গান তৈরির জন্য কোনও পাকিস্তানি সঙ্গীত পরিচালককে নিয়োগ করা হয়েছে। তবে এই খবর নিয়ে ছবির সাথে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ছবির গান ও আবহে প্রীতম থাকছেন, যিনি ছবির প্রথম পর্বেও ছিলেন। নির্মাতারা দেশের আইনি বাধ্যবাধকতার বিষয়ে সচেতন এবং তাঁরা এই ধরণের গুজবে কর্ণপাত না করার অনুরোধ জানিয়েছেন।
সম্প্রতি একটি বড়সড় অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠেই সোজা রাজস্থানে 'আওয়ারাপান ২'-এর শুটিং সেটে হাজির হয়েছিলে ইমরান। শারীরিক অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁর এই কাজে ফিরে আসা এখন টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রবিন্দু।
খবর অনুযায়ী, ইমরান হাশমির সম্প্রতি একটি গুরুতর অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা তাঁকে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোনও আপস করতে রাজি নন ‘সিরিয়াল কিসার’ খ্যাত এই তারকা। রাজস্থানের তপ্ত মরুভূমিতে ছবির শুটিং শিডিউল আগে থেকেই ঠিক করা ছিল। নির্মাতারা চেয়েছিলেন ইমরানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুটিং পিছিয়ে দিতে, কিন্তু অভিনেতা নিজেই জেদ ধরেন যে তিনি কাজ শুরু করবেন।
'আওয়ারাপান' ছবিটি ২০০৭ সালে মুক্তি পাওয়ার পর থেকে দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিল। এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘ সময় ধরে জল্পনা ছিল, এবার এই ছবি দর্শকের সামনে আসার অপেক্ষা।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে ছবি প্রসঙ্গে ইমরান বলেন, “আমরা প্রায় দু-তিন বছর ধরে এই ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছি। আমরা শুধু বানানোর খাতিরে কোনও সিক্যুয়েল তৈরি করতে চাইনি। ঘটনাক্রমে এ বছরই চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। থিয়েটারে চলার পর ছবিটি দর্শকের মধ্যে যে ধরনের উন্মাদনা তৈরি করেছিল, তা ভাবাই যায় না।”
তিনি আরও বলেন, “আওয়ারাপন ছবিটি মুক্তির বেশ কিছুদিন পর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। এভাবেই সিনেমাটির একটি বিশাল ফ্যান-বেস তৈরি হয়েছে। এটিই প্রমাণ করে যে, একটি সিনেমা শুধুমাত্র সিনেমা হলের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে না। কখনও কখনও একটি সিনেমার পথচলা সম্পূর্ণ ভিন্ন হয়। যদি সিনেমাটি ভাল হয়, তবে হল থেকে নামার অনেক পরেও মানুষ সেটি দেখবে এবং পছন্দ করবে।”
