নিজস্ব সংবাদদাতা: এইমুহুর্তে জোর চর্চায় দেবের আগামী ছবি 'খাদান'। বহু বছর পর অ্যাকশন-ভরপুর ছবিতে ফিরছেন দেব। সঙ্গে জমজমাট গানের সুরে হুল্লোড়ে নাচ। তবে 'খাদান'-এর যে প্রতি মোড়ে চমক তা ফের টের পাওয়া গেল সোমবার। ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন 'একেনবাবু' সিরিজ খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। এদিন প্রকাশ করা হল তাঁর 'খাদান' স্পেশ্যাল লুক।

 

 'খাদান'-এ এক জনজাতির সর্দার 'মান্ডি'র চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণের এই নয়া রূপ দেখে স্তম্ভিত নেটপাড়া। সম্প্রতি নিজের এই নতুন লুকের একটি ছোট্ট ঝলক সমাজমাধ্যমে পোস্ট করেছেন দেব। পাশাপাশি পোস্ট করেছেন 'একেনবাবু' নিজেও। কয়েক সেকেন্ডের ছোট্ট ওই ভিডিয়োয় অনির্বাণকে দেখা যাচ্ছে তীর ধনুক হাতে দাঁড়িয়ে থাকতে।

 

 

"সাহসের দীপ, ন্যায়ের গান, হৃদয়ে সোনা, শক্তিতে অটল প্রাণ। মান্ডির সঙ্গে আলাপ করুন। আদিবাসীদের নির্ভীক নেতা যাঁর হৃদয় সোনার মতো। দৃপ্ত, শক্তিশালী। খাদানের দুনিয়ায় ন্যায় এবং সততার শক্তির প্রতীক সে।" তাঁর এই লুক দেখে নেটপাড়ার বড় অংশের মত, একজন জনজাতির সর্দারের ভূমিকায় নিজেকে‌ যে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারবেন অনির্বাণ, সে বিষয়ে সন্দেহ নেই।

 

কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে 'খাদান'। শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প।‌ এই দুই চরিত্রে থাকছেন দেব ও যিশু। টিজারে তাঁদের দেখা গেলেও ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য সহ আরও অভিনেতাদের ঝলক এখনও আসেনি। তাঁদের একসঙ্গে দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন ধামাকাদার ট্রেলারের। সুজিত রিনো দত্তের পরিচালনায় বড়দিনে বড়পর্দায় আসছে 'খাদান'।